Advertisment

ভারতে ফের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা বৃদ্ধি, কমেছে সুস্থতার হার

সোমবার দৈনিক সংক্রমিতের সংখ্যা রেকর্ডহারে কমে হয়েছিল প্রায় ৩৬ হাজার। কিন্তু, গত ২৪ ঘন্টায় সেই সংখ্যা বেড়ে হয়েছে ৪৩,৮৯৩।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দেশে দৈনিক করোনা সংক্রমণ আগের দিনের তুলনায় সামান্য বৃদ্ধি পেল। সোমবার দৈনিক সংক্রমিতের সংখ্যা রেকর্ডহারে কমে হয়েছিল প্রায় ৩৬ হাজার। কিন্তু, গত ২৪ ঘন্টায় সেই সংখ্যা বেড়ে হয়েছে ৪৩,৮৯৩। দৈনিক সুস্থতার সংখ্যাও সামান্য কম। মঙ্গলবার করোনাকে হারিয়ে সেরে উঠেছেন ৫৮, ৪৩৯ জন।

Advertisment

কেন্দ্রীয় পরিসংখ্য়ান অনুসারে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯,৯০,৩২২ জনে। মোট করোনাজয়ীর সংখ্যা ৭২,৫৯,৫০৯ জন। অ্যাকটিভ কেসের সংখ্যাও নিম্নমুখী। গত ২৪ ঘন্টায় ১৫,০৫৪ কমে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা হয়েছে ৬,১০,৮০২৩ জন। বর্তমানে দেশে সুস্থতার হার ৯০.৮৫ শতাংশ।

কোভিডে দৈনিক মৃত্যুহার সামান্য বেড়েছে। গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণেরপ জেরে প্রাণ গিয়েছে ৫০৮ জনের। মোট মৃত ১,২০,০১০ জন। ভারতে মৃত্যু হার ১.৫০ শতাংশ।

আইসিএমআর-এর দেওয়া তথ্য অনুসারে গত ২৪ ঘন্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে ১০,৬৬,৭৮৬ জনের। এখন পর্যন্তে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ১০,৫৪,৮৭,৬৮০।

পরিসংখ্য়ান বিচারে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্য়ার বিচারে দেশে তালিকার শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ ও কর্নাটক।

বিশ্বে মোট করোনা আক্রান্তের নিরিখে আমেরিকার পরই দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। তৃতীয় ব্রাজিল।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus corona virus corona
Advertisment