Advertisment

এক ধাক্কায় দেশে দৈনিক সংক্রমণের বড়সড় পতন, কমেছে মৃত্যুও

বিগত কয়েক সপ্তাহ ধরে দৈনিক সংক্রমণের হার ৯০ ও ৮০ হাজারের সীমায় ছিল। গত ২৪ ঘন্টায় তা অনেকটাই কমে হয়েছে ৭০,৫৮৯।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফাইল চিত্র

এক ধাক্কায় দৈনিক করোনা সংক্রমণের সংখ্যার বড়সড় পতন। বিগত কয়েক সপ্তাহ ধরে দৈনিক সংক্রমণের হার ৯০ ও ৮০ হাজারের সীমায় ছিল। কেন্দ্রীয় পরিসংখ্যান অনুসারে গত ২৪ ঘন্টায় তা অনেকটাই কমে হয়েছে ৭০,৫৮৯। দৈনিক করোনা আক্রান্তের তুলনায় সুস্থতার হারও বেশি হয়েছে। কমেছে দৈনিক মৃত্যুর হারও।

Advertisment

এদিকে দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ ,৪৫,২৯১ জনে। এখনও পর্যন্ত দেশে মোট ৫১,০১,৩৯৭ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় সুস্থতার হার ৮৪,৮৭৭ জন। অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে ঠেকেছে ৯,৪৭, ৫৭৬ জনে।

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় প্রাণ গিয়েছে ৭৭৬ জনের। মোট মৃত ৯৬,৩১৮ জন। মৃত্যুহার দেড় শতাংশের কাছাকাছি।

মোট আক্রান্তের তালিকায় শুরু থেকেই দেশের শীর্ষে মহারাষ্ট্র। তারপর রয়েছে, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও কর্নাটক।

কমছে দৈনিক সংক্রমণ, অ্যাকটিভ রোগীর সংখ্যাও নিম্নমুখী। বাড়ছে করোনাজয়ীর হার। সবমমিলিয়ে দেশের করোনা পরিস্থিতিতে আশার আলো বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus corona virus corona
Advertisment