Advertisment

দেশে ফের দৈনিক আক্রান্তের তুলনায় কমল করোনাজয়ীর সংখ্যা

বর্তমানে দেশে সুস্থতার হার ৮৩.৮৪ শতাংশ। দৈনিক সুস্থতার হার গত দু'দিন ধরে কমলেও মোট করোনাজয়ীর ঊর্ধ্বমুখী সংখ্যাই আশার আলো দেখাচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দেশে দৈনিক করোনা আক্রান্তের তুলনায় ফের কমল সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৯,৪৭৬ জন। সুস্থ হয়েছেন ৭৫,৬২৮ জন। ভারতে মোট সুস্থতার সংখ্যা ৫৪,২৭,৭০৬। বর্তমানে দেশে সুস্থতার হার ৮৩.৮৪ শতাংশ। দৈনিক সুস্থতার হার গত দু'দিন ধরে কমলেও মোট করোনাজয়ীর ঊর্ধ্বমুখী সংখ্যাই আশার আলো দেখাচ্ছে।

Advertisment

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৬৪ লক্ষ পেরিয়ে গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুসারে শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৪,৭৩,৫৪৪ জন।

গত ২৪ ঘন্টায় কোভিড সংক্রমণে মৃত্যু হয়েছে ১,০৬৯ জনের। এখনও অবধি দেশে মৃত্যু হয়েছে ১,০০,৮৪২ জনেরষ মৃত্যু হার ১.৫৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ১১,৩২,৬৭৫ জনের কোভিড টেস্ট করানো হয়েছে। ভারতে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা ৯,৪৪,৯৯৬ জন।

সংক্রমণের পরিসংখ্য়ানের নিরিখে এখনও দেশের মধ্যে সব থেকে বেশি করোনার প্রকোপ রয়েছে মহারাষ্ট্রে। তারপরই রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, কর্নাটক ও তামিলনাড়ু।

বিশ্বের কোভিড আক্রান্তের পরিসংখ্যানে নিরিখে আমেরিকার পরই দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus corona virus corona
Advertisment