দেশে দৈনিক সংক্রমণের সংখ্যা কিছুটা বাড়ল। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮০,৪৭২ জন আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার দৈনিক আক্রান্তের হার ছিল ৭০,৫৮৯ জন। তবে বেড়েছে দৈনিক সুস্থতার হারও। গত ২৪ ঘন্টায় করোনাজয়ীর সংখ্যা ৮৬,৪২৮ জন।
কেন্দ্রীয় পরিসংখ্যান অনুসারে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬২,২৫,৭৬৩ জন। দেশে মোট সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা ৫১,৮৭,৮২৫ জন। এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৮৩.৩৩ শতাংশ। বর্তমানে কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যা ৯,৪০,৪৪১ জন। মোট আক্রান্তের ১৫.১১ শতাংশ রোগী এই মুহূর্তে অ্যাকটিভ রয়েছেন।
অন্যদিকে মোট মৃত্যুর সংখ্যা ৯৭,৪৯৭ জন। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মারা গিয়েছেন ১,১৭৯ জন। ভারতে করোনায় মৃত্যুহার ১.৫৭ শতাংশ।
দেশে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি মহারাষ্ট্রে। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ১৩,৬৬,১২৯ জন। মহারাষ্ট্রে কোভিডে মারা গিয়েছেন ৩৬,১৮১ জন। এরপরই রয়েছে- অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ ও দিল্লি।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন