কমল দৈনিক আক্রান্ত, ঊর্ধ্বমুখী সুস্থতার সংখ্যা, দেশে মোট সংক্রমিত ৮১ লক্ষের বেশি

গত ২৪ ঘন্টায় দেশে দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৮,২৬৮ জন। দৈনিক সুস্থতার সংখ্যা ৫৯,৪৫৪ জন। কমেছে সক্রিয় করোনা রোগীর সংখ্যাও।

গত ২৪ ঘন্টায় দেশে দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৮,২৬৮ জন। দৈনিক সুস্থতার সংখ্যা ৫৯,৪৫৪ জন। কমেছে সক্রিয় করোনা রোগীর সংখ্যাও।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভারতে সামান্য কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। একই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সুস্থতার সংখ্যাও। মহামারীর আবহে যা অত্যন্ত আশাব্যাঞ্জক। গত ২৪ ঘন্টায় দেশে দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৮,২৬৮ জন। দৈনিক সুস্থতার সংখ্যা ৫৯,৪৫৪ জন। কমেছে সক্রিয় করোনা রোগীর সংখ্যাও। বর্তমানে ভারতে সক্রিয় করোনা রোগী রয়েছেন ৫,৮২,৬৪৯ জন।

Advertisment

কেন্দ্রীয় পরিসংখ্যান অনুসারে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮১, ৩৭,২৬৮ জন। করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৪,৩২,৮২৯ জন। সুস্থতার হার ক্রমশ ঊর্ধ্বমুখী। ৯১.৩৪ শতাংশ মানুষই সুস্থ হয়ে উঠেছেন।

বৃহস্পতিবারের তুলনায় কমেছে করোনায় দৈনিক মৃত্যুহার। গত ২৪ ঘন্টায় দেশে কোভিড সংক্রমণে মারা গিয়েছেন ৫৫১ জন। এখনও পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ১,২১,৬৪১ জন। ভারতে করোনায় মৃত্যু হার ১.৪৯ শতাংশ।

গত ২৪ ঘন্টায় কোভিড টেস্টে হয়েছে ১০,৬৭,৯৭৬।

Advertisment

করোনা আক্রান্ত ও মৃত্যুর নিরিখে দেশের মধ্যে তালিকার শীর্ষে এখনও মহারাষ্ট্র। তারপরই রয়েছে, অন্ধ্রপ্রদেশ ও কর্নাটক।

বিশ্বের করোনা পরিসংখ্যানে মোট আক্রান্তের সংখ্যায় আমেরিকার পরেই দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। তৃতীয় ব্রাজিল। অন্যদিকে, মৃত্যুর সংখ্যার নিরিখে গোটা পৃথিবীতে তৃতীয়স্থানে রয়েছে ভারত। প্রথম ও দ্বিতীয় যতাক্রমে আমেরিকা ও ব্রাজিল।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus corona corona virus