দৈনিক আক্রান্তের সংখ্যা গত এক সপ্তাহের বেশি সময় ধরেই নিম্নমুখী। গত ২৪ ঘন্টায় সেই সংখ্যা এক ধাক্কায় অনেকটাই কমেছে। এ দিন ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩৮,৩১০ জন। গত মাসের শেষের দিকে একবার দৈনিক সংক্রমণের সংখ্যাটা কমে ৩৬ হাজারে নেমে এসেছিল। দৈনিক সুস্থতার হার অনেকটাই বেশি। যা অত্যন্ত আশাব্যাঞ্জক। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৫৮,৩২৩ জন। দৈনিক সংক্রমিত ও সুস্থতার সংখ্যায় ব্যবধান ২০ হাজারের বেশি।
কেন্দ্রীয় পরিসংখ্যান অনুসারে বর্তামানে বারতে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৮২,৬৭,৬২৩ জন। দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৭৬,৩,১২১ জন। সুস্থতার হার প্রায় ৯০ শতাংশ। কমেছে অ্যাকটিভ রোগীর সংখ্যাও। দেশে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী আছেন ৫,৪১,৪০৫ জন।
করোনায় দৈনিক মৃত্যু হারেও পতন লক্ষ্যনীয়। গত ২৪ ঘন্টায় ৪৯০ জনের। দেশে কোভিডে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,২৩ ,৯৭ জন। মৃত্যু হার ১.৪৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে ১০,৪৬,২৪৭ জনের।
পরিসংখ্যান অনুসারে দেশের মধ্যে করোনা আক্রান্ত ও মৃত্যুর নিরিখে তালিকার শীর্ষে মহারাষ্ট্র। কর্নাটক, তালিনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশে দৈনিক সংক্রমণের হার গত কয়েকদিনে কিছুটা কম। তবে উদ্বেগ বাড়াচ্ছে পশ্চিমবঙ্গ, দিল্লি, কেরালার দৈনিক সংখ্যা।
করোনা আক্রান্তের নিরিখে গোটা বিশ্বে ভারতের স্থান দ্বিতীয়। প্রথম ও তৃতীয় স্থানে রয়েছে আমেরিকা ও ব্রাজিল।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন