গত দু'দিনের পর ফের স্বস্তির পরিসংখ্যান। দৈনিক আক্রান্তের তুলনায় বাড়ল সুস্থতার হার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুসারে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭৫,৮২৯ জন। অন্যদিকে সুস্থ হয়ে উঠেছেন ৮২,২৬০ জন। বর্তমানে ভারতে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৯,৩৭,৬২৫ জন।
রবিবার সকাল ৮টা পর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৬৫,৪৯,৩৭৩ জন। করোনাকে সারিয়ে সুস্থ হয়েছেন ৫৫,০৯,৯৬৬ জন। দেশে সুস্থতার হার বেড়ে ৮৪.১৩ শতাংশ হয়েছে।
এ পর্যন্ত কোভিড সংক্রমণে দেশে মৃত্যু হয়েছে মোট ১,০১,৭৮২ জনের। দৈনিক মৃত্যুর সংখ্যা ৯৪০ জন। দেশে করোনার মৃত্যুহার ১.৫৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় দেশে মোট ১১,৪২,১৩১ জনের কোভিড টেস্ট হয়েছে।
দেশের মধ্যে রাজ্যওয়াড়ি করোনা পরিসংখ্যানের নিরিখে শীর্ষে মহারাষ্ট্র। তারপরই রয়েছে অন্দ্রপ্রদেশ, কর্নাটক ও তামিলনাড়ু।
বিশ্বের কোভিড পরিসংখ্যানে সংক্রমিতের সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন