এক সপ্তাহের বেশি সময় ধরেই দেশে দৈনিক সংক্রমণের হার কমছে। সোমবার সেই সংখ্যার বড়সড় পতন হল। কেন্দ্রীয় পরিখ্যান অনুসারে ভারতে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৭৪,৪৪২ জন। সুস্থ হয়েছেন ৭৬,৭৩৭ জন। করোনা সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে হয়েছে অ্যাকটিভ কেস ৯,৩৪,৪২৭। করোনা আবহে এই পরিসংখ্যানই কিছুটা স্বস্তির বার্তা।
দেশে করোনা সংক্রমিতের সংখ্যা ৬৬ লক্ষ অতিক্রান্ত। মোট আক্রান্তের সংখ্যা মোট ৬৬,২৩,৮১৫ জন। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৫৫,৮৬,৭০৩ জন। সুস্থতার হার ৮৪.৩৪ শতাংশ।
দৈনিক মৃত্যু হারও নিম্নমুখী। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৯০৩ জনের। ভারতে কোভিডে মোট প্রাণ গিয়েছে ১,০২,৬৮৫ জনের। মৃত্যুহার ১.৫৫ শতাংশ।
আরও পড়ুন- মাস্ক এবং সামাজিক দূরত্ব বিধি মানতেই দেশে কমল আক্রান্তের সংখ্যা
সামান্য কমেছে দৈনিক নমুনা পরীক্ষার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড পরীক্ষা হয়েছে ৯,৮৯,৮৬০ জনের।
দেশের মধ্যে রাজ্যওয়াড়ি করোনা পরিসংখ্যানের নিরিখে শীর্ষে মহারাষ্ট্র। তারপরই রয়েছে অন্দ্রপ্রদেশ, কর্নাটক ও তামিলনাড়ু।
বিশ্বের কোভিড পরিসংখ্যানে সংক্রমিতের সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। প্রথম ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে আমেরিকা ও ব্রাজিল।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন