দেশে দৈনিক সংক্রমণ-মৃত্যুর সংখ্যা বৃদ্ধি, বাড়ল করোনাজয়ীর হারও

মঙ্গলবারের তুলনায় বুধবার একধাক্কায় প্রায় ১০ হাজারের উপর আক্রান্তের সংখ্যা বাড়ল।

মঙ্গলবারের তুলনায় বুধবার একধাক্কায় প্রায় ১০ হাজারের উপর আক্রান্তের সংখ্যা বাড়ল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফাইল চিত্র

২৪ ঘন্টার ব্যবধান। কিন্তু, মঙ্গলবারের তুলনায় বুধবার একধাক্কায় প্রায় ১০ হাজারের উপর আক্রান্তের সংখ্যা বাড়ল। গত ২৮ ঘন্টায় দেশে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৭২,০৪৯ জন। বেড়েছে দৈনিক সুস্থতার সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় ৮২,২০৩ জন মানুষ সুস্থ হয়ে উঠেছেন। যা মঙ্গলবারের তুলনায় প্রায় ৬ হাজারের বেশি।

Advertisment

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী ভারতে মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৭,৫৭, ১৩১ জন। এখনও পর্যন্ত মোট সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা ৫৭,৪৪,৬৯৩ জন। বর্তমানে দেশে সুস্থতার হার ৮৫.০২ শতাংশ। দেশে কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে হয়েছে ৯ ,০৭,৮৮৩ জন।

গত ২৪ ঘণ্টায়দৈনিক আক্রান্তের সঙ্গে বেড়েছে মৃত্যুর সংখ্যাও। মঙ্গলবার ভারতে করোনা আক্রান্ত হয়ে ৮৮৪ জনের মৃত্যু হয়েছিল। গত ২৪ ঘণ্টায় ভারতে সেই সংখ্যা ৯৮৬। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,০,৫৫৫ জন। ভারতে করোনা সংক্রমণে মৃত্যুহার ১.৫৫ শতাংশ।

Advertisment

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে ১১,৯৯,৮৫৭ জনের।

পরিসংখ্যান অনুসারে ভারতে আক্রান্তদের সংখ্যা সবথেকে বেশি মহারাষ্ট্রে (১৪,৬৫,৯১১ জন)। এরপরই রয়েছে, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus corona corona virus