সামান্য বাড়ল দৈনিক সংক্রমণের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে ৫০,৩৫৬ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। শুক্রবার এই সংখ্যা ছিল ৪৭ হাজার। তবে, দেশে কোভিড আক্রান্তদের সুস্থ হওয়ার হার আশাব্যঞ্জক। দেশে দৈনিক সুস্থতার সংখ্যা ৫৩,৯২০ জন।
কেন্দ্রীয় পরিসংখ্যান অনুসারে, ভারতে এখনও পর্যন্তে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৮৪,৬২,৮০ জন। দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৭৮,১৯,৮৮৬ জন। এ দেশের মোট আক্রান্তের প্রায় ৯২ শতাংশই সুস্থ হয়ে উঠেছেন। এখন দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ৫,১৬,৬৩২ জন।
বর্তমানে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ১,২৫,৫৬২। গত দু'দিন দৈনিক মৃত্যু হার ৫০০ নীচে থাকলেও গত ২৪ ঘণ্টায় সংক্রমণে মৃত্যু হয়েছে ৫৭৭ জনের। মৃত্যু হার প্রায় ১.৪৫ শতাংশ।
দৈনিক করোনা পরীক্ষার হারও কমেছে গত ২৪ ঘন্টায়। শুক্রবার দেশে করোনা পরীক্ষা হয়েছে ১১,১৩,২০৯ জনের।
করোনা আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যানের বিচারে দেশের মধ্যে শীর্ষে মহারাষ্ট্র। তারপরই রয়েছে কর্নাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, অন্দধ্রপ্রদেশ. পশ্চিমবঙ্গ দিল্লি।
বিশ্বের কোভিড আক্রান্তের পরিসংখ্যানে ভারতে স্থান দ্বিতীয়।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন