গত ২৪ ঘণ্টায় দেশে ৪৫,৬৭৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে প্রায় ৫ হাজার কম। দৈনিক সুস্থতার হার ৪৯ ,০৮২ জন। যা আগের দিনের তুলনায় অনেকটা কম। তবে আশার কথা দৈনিক আক্রান্ত ও সুস্থতার সংখ্যায় ব্যবধান প্রায় সাড়ে ৪ হাজার।
কেন্দ্রীয় পরিসংখ্যান অনুসারে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫,৭,৭৫৪ জন। মোট করোনাজয়ী ৭৮,৬৮,৯৬৮ জন। সুস্থতার হার প্রায় ৯২.৪৯ শতাংশ। চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫,১২,৬৬৫ জন।
করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা আগের দিনের তুলনায় কিছুটা কম। গত ২৪ ঘন্টায় ভারতে সংক্রমণে মারা গিয়েছেন ৫৫৯ জন। ফলে দেশে মোট মৃত্যু হল বেড়ে দাঁড়াল ১,২৬,১২১ জন।
গত ২৪ ঘন্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে ১১.৯৪,৪৮৭। মোট নমুনা পরীক্ষার সংখ্যা ১১.৭৭,৩৬,৪৯১টি।
করোনা আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যানের বিচারে দেশের মধ্যে শীর্ষে মহারাষ্ট্র। তারপরই রয়েছে কর্নাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, অন্দধ্রপ্রদেশ. পশ্চিমবঙ্গ দিল্লি।
বিশ্বের কোভিড আক্রান্তের পরিসংখ্যানে ভারতে স্থান দ্বিতীয়। প্রথম ও তৃতীয় স্থানে রয়েছে আমেরিকা ও ব্রাজিল।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন