গত দিনের চেয়ে দেশে দৈনিক সংক্রমণের মাত্রা সামান্য বাড়ল। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৫,৯০৩ জন। ওই সময়ে সুস্থ হয়েছেন ৪৮,৪০৫ জন। গত কয়েক দিনে নতুন আক্রান্তের থেকে সুস্থ বেশি হওয়ায় কমছে সক্রিয় রোগীর সংখ্যা। এখন দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৫,৯,৬৭৩ জন।
কেন্দ্রীয় পরিসংখ্যান অনুসারে ভারতে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৫,৫৩,৬৫৭ জন। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৭৯,১৭,৩৭৩ জন। দেশে সুস্থতার হার ৯২.৫৬ শতাংশ।
গত ২৪ ঘন্টায় দেশে সংক্রমণে মৃত্যুর হয়েছে ৮৯০ জনের। করোনায় মোট মৃত ১,২৬,৬১১ জন। বর্তমানে ভারতে মৃত্যুর সংখ্যা ১,৪৮ শতাংশ।
দৈনিক করোনা পরীক্ষা হয়েছে ৮,৩৫,৪০১টি। যা গত কয়েক দিনের তুলনায় অনেকটাই কম।
করোনা আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যানের বিচারে দেশের মধ্যে শীর্ষে মহারাষ্ট্র (৮,৪৬,৮৮৭)। তারপরই রয়েছে অন্ধ্রপ্রদেশ (৮.৪২.৯৬৭), তামিলনাড়ু (৭.৪৩.৮২২)।
বিশ্বের কোভিড আক্রান্তের পরিসংখ্যানে ভারতে স্থান দ্বিতীয়। প্রথম ও তৃতীয় স্থানে রয়েছে আমেরিকা ও ব্রাজিল।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন