উৎসবের মরসুমে ভয় ধরাচ্ছে করোনার নয়া ভ্যারিয়েন্ট, JN.1 -এ আক্রান্তের সংখ্যা ১০০-ছাড়াল

নয়া ভ্যারিয়েন্টের খোঁজ মিলল দিল্লিতেও।

নয়া ভ্যারিয়েন্টের খোঁজ মিলল দিল্লিতেও।

author-image
IE Bangla Web Desk
New Update
5 new covid cases in kolkata

KP.2: উদ্বেগ বাড়াচ্ছে করোনা।

দেশে প্রতিনিয়ত বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। বছর শেষের আনন্দের মাঝেই নয়া ত্রাস রীতিমত ভয় ধরাচ্ছে। কোভিড ১৯-এর নয়া ভ্যারিয়েন্টের খোঁজ মিলল দিল্লিতেও। বুধবার (২৭ ডিসেম্বর) রাজধানী দিল্লিতে JN.1 ভেরিয়েন্ট এক জনের আক্রান্তের সন্ধান মিলেছে। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ এ তথ্য জানিয়েছেন। দেশে মোট নতুন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা ১১০-এ বেড়ে দাঁড়াল।

Advertisment

সংবাদ সংস্থা এএনআইকে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ বলেছেন যে কোভিড ১৯- এর সাব-ভেরিয়েন্ট JN.1 -এ আক্রান্তের হদিশ মিলেছে দিল্লিতে। জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো ৩ টি নমুনার মধ্যে দুটি নমুনার একটিতে JN.1 ভ্যারিয়েন্ট এবং অন্যটিতে ওমিক্রন ভেরিয়েন্টের সন্ধান মিলেছে।

এর সঙ্গে সঙ্গে সারা দেশে JN.1 ভেরিয়েন্টের আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১১০। গুজরাট, কর্ণাটক, গোয়া, মহারাষ্ট্র, কেরালা, রাজস্থান, তামিলনাড়ু এবং তেলেঙ্গানায় মিলেছে JN.1 ভেরিয়েন্টের আক্রান্তের হদিশ ।

Advertisment

JN.1 ভেরিয়েন্টের সর্বাধিক আক্রান্তের তালিকায় শীর্ষে রয়েছে গুজরাট। সেখানে এই নয়া ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা ৩৬। এরপরেই রয়েছে কর্ণাটক। সেখানে আক্রান্তের সংখ্যা ৩৪। আক্রান্ত বেশিরভাগ রোগীকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।

করোনার ক্রমবর্ধমান সংখ্যার মধ্যেই, নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ডক্টর ভি কে পল বলেছিলেন যে নয়া ভ্যারিয়েন্টের ওপর নজর রাখা হচ্ছে। তিনি রাজ্যগুলিকে পরীক্ষা বাড়ানো এবং তাদের নজরদারি ব্যবস্থা জোরদার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি বলেন, আক্রান্তদের ৯২ শতাংশ বাড়িতেই চিকিৎসা নিয়ে সেড়ে উঠছেন।

coronavirus