Advertisment

বেঙ্গালুরুতে করোনাভাইরাস আক্রান্তের খবর ভুয়ো

রবিবার সকাল থেকেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যে, বেঙ্গালুরুর উইলসন গার্ডেনে ১৯ জন করোনাভাইরাস আক্রান্ত।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বেঙ্গালুরুতে কেউ করোনাভাইরাস আক্রান্ত নন। জানিয়ে দিল কর্নাটক সরকার।

Advertisment

রবিবার সকাল থেকেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যে, বেঙ্গালুরুর উইলসন গার্ডেনে ১৯ জন করোনাভাইরাস আক্রান্ত। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে শহরে। হোয়াটঅ্যাপ সহ সোশাল মিডিয়ায় ভেসে আসে ব্রেকিং নিউজ। সেখানে লেখা ছিল, 'ইউলসন গার্ডেন ও সংলগ্ন এলাকায় ১৯ জন করোনা আক্রান্ত। দয়া করে পরিবার ও বন্ধুদের এই খবর জানিয়ে দিন। আমরা সবাই সবার যত্ন করি।'

কর্নাটকের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে জয়েন্ট ডিরেক্টর ইন্ডিয়ান এক্সপ্রেস ডট কম-কে জানিয়েছেন, 'করোনাভাইরাস আক্রান্তের খবর ভুয়ো। বেঙ্গালুরুর কোনও হাসপাতাল থেকেই এই ধরনের কোনও রিপোর্ট মেলেনি। এইসব খবর, ছড়িয়ে দেওয়া উচিত নয়। এর ফলে মানুষ অকারণে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। পরিস্থিতি মোকাবিলায় সরকার সব ধরনের পদক্ষেপ করেছে বলে মানুষকে আশ্বস্ত করছি।'

আরও পড়ুন: করোনাভাইরাস: কেরালাতে দ্বিতীয় আক্রান্তের হদিশ, ফিলিপিন্সে মৃত ১

করোনাভাইরাস সতর্কতা হিসাবে গত ২০-৩১ জানুয়ারি পর্যন্ত কেম্পেগৌডা বিমানবন্দরে আসা ৪,৬৩৭ জন যাত্রীর থার্মাল স্ক্রিনিং হয়েছে। কর্নাটকের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে এই তথ্য জানানো হয়েছে। এক আধিকারিকের কথায়, 'গত দু'সপ্তাহে এমন তিন জনের সন্দান মিলেছে যারা উহার থেকে বিমানবন্দরে এসেছিলেন। তাদের ভাল করে পরীক্ষা করা হয়। তবে তাদের কারোরই পজেটিভ রিপোর্ট মেলেনি। '

চিন থেকে ভারতে ফেরত ২০ জনেরও করোনা পরীক্ষা করা হয়। প্রত্যেকক্ষেত্রেই নেগেটিভ ফল হয়েছে। চিকিৎসকের কথা অনুশারে, রাজীব গান্ধী ইনস্টিটিউট অফ চেষ্ট ডিসিজেস-এ (RGICD) আইসোলেশন ওয়ার্ড চালু রয়েছে। সেখানে একজন রয়েছেন। তার থেকে সংগৃহিত নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কোয়ারেন্টাইন ভ্রমণকারীদের পরীক্ষার জন্য কার্নাটক সরকারের তরফে চারটি হাসপাতাল চিহ্নিত করা হয়েছে।

Read the full story in English

coronavirus karnataka
Advertisment