চিনের উহানে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করতে সহায়তার হাত বাড়ল এয়ার ইন্ডিয়ার। শুক্রবার দুপুরে দিল্লি থেকে বিমানটি চিনের উদ্দেশ্যে রওনা দেয় বিমানটি। শনিবার ভোর ২টোর সময় চিনে থাকা প্রায় ৪০০ ভারতীয়কে নিয়ে সেটি দেশে ফিরবে বলে জানা গিয়েছে। সেনার তরফে চীন থেকে আগতদের জন্য বিশেষ সুবিধার আয়োজন করা হয়েছে। আরও একটি বিমান চিনে উড়ে যাওয়ার কথাও শোনা যাচ্ছে তবে সেই বিষয়ে কোনও সুস্পষ্ট খবর এখনও পাওয়া যায়নি।
ভারত সরকারের তরফ থেকে উহানে থাকা ভারতীয় ফেরত আনার ব্যাপারে প্রস্তুতি চলছিল অনেক দিন ধরেই। বিদেশ মন্ত্রকের তরফে এব্যাপারে চিনের প্রশাসনের সঙ্গে কথাও হচ্ছিল। সোমবার ভারত ও চিনের আধিকারিকরা উহান থেকে ২৫০ জন ভারতীয়কে ফিরিয়ে আনার ব্যাপারে কথা বলেন বলে জানা গিয়েছে।
চিনের হুবেই প্রদেশের উহানেই এখনও পর্যন্ত আটকে রয়েছে ভারতের ২৫০ পড়ুয়া ও কর্মজীবী। যাদের নিয়ে চিন্তিত এদেশে থাকা তাঁদের আত্মীয় পরিজনরা। মঙ্গলবারই চিনে আটকে থাকা ভারতীয় নাগরিকদের পাসপোর্টের তথ্য চেয়ে পাঠায় বেজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস।
এদিকে ভারতেও করোনা ভাইরাসের থাবা পড়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হলেন কেরলের এক ছাত্রী। বৃহস্পতিবার প্রথম ভারতীয়ের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। পরে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ঘটনার সত্যতা স্বীকার করে নেয়। প্রসঙ্গত, কয়েকদিন আগেই চিনের উহান থেকে কেরলে ফিরে আসেন কেকে শৈলজা নামের সেই ছাত্রী। চিনের মধ্যাঞ্চলের হুবেই প্রদেশের এই শহরেই শুরু হয় করোনা ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ে।
Read the full story in English