করোনা মোকাবিলায় তিন দিনের জন্য় সম্পূর্ণ লকডাউন লাগু করা হচ্ছে ত্রিপুরায়। আগামী ২৭ জুলাই থেকে তিনদিনের লকডাউন জারি থাকবে উত্তর-পূর্বের এই রাজ্য়ে।
শুধু মাত্র অর্থনীতির কথা বিবেচনা করেই মবারাষ্ট্র থেকে সম্পূর্ণ লকডাউন প্রত্যাহার করা হবে না। স্পষ্ট জানিয়েদিলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। স্বাস্থ্য ও অর্থনীতির মধ্যে ভারসাম্য বজায় রাখার পক্ষে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। শুক্রবরাই রাজ্য সরকারের শরিক দল এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার মহারাষ্ট্রের অর্থনীতি পুররুদ্ধারের স্বার্থে শিল্প তালুকগুলোতে পূর্ণ মাত্রায় কার্যকলাপের পক্ষে সওয়াল করেছিলেন। তবে লকডাউনের লাগুর বিষয়টি পরিস্থিতির উপরই ছেড়েদেন তিনি। পাওয়ারের মন্তব্যের ২৪ ঘন্টার মধ্যেই উদ্ধব জানিয়ে দিলেন মহারাষ্ট্র থেেক সম্পূর্ণ লকডাউন এখনই উঠবে না।
এই প্রথম দেশের কোনও মুখ্যমন্ত্রী করোনায় আক্রান্ত হলেন। কোভিড-১৯ পজিটিভ হলেন হলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ভোপালের চুরায়ু হাসপাতালে চিকিৎসা করা হবে তাঁর। শিবরাজ নিজেই টুইট করে আজ তাঁর করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। একই সঙ্গে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর অনুরোধ, বিগত কয়েক দিনের মধ্যে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁরা সবাই যেন করোনা পরীক্ষা করিয়ে নেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিুত হয়েছেন ৪৮,৯১৬ জন। বর্তমানে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৩৬ হাজার ৮৬১ জন। এর মধ্য়ে এখন করোনা অ্যাক্টিভ রোগীর রয়েছেন ৪,৫৬,০৭১ জন। এই মুহূর্তে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৮,৪৯,৪৩২ জন। ভারতে সুস্থতার হার ৬৩ শতাংশের বেশি।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
Live Blog
Coronavirus Lockdown Situation In India-West Bengal Kolkata Updates. করোনা-লকডাউন পরিস্থিতির সব খবর জানতে চোখ রাখুন এখানে...
ভারতে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি মহারাষ্ট্রে। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৩,৫৭,১১৭ জন। মহারাষ্ট্রে কোভিড সংক্রমণে মৃত্যু হয়েছে ১৩,১৩২ জনের। এরপরই রয়েছে তামিলনাড়ু, দিল্লি ও কর্নাটক।
সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্যাক্টিভ কেসের সংখ্যা ৫ হাজার ৯৮৫। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৪৭৪০), হাওড়া (১৮৬৬), দক্ষিণ ২৪ পরগনা (১৪৩৯), হুগলি (৯০১)।
করোনা মোকাবিলায় তিন দিনের জন্য় সম্পূর্ণ লকডাউন লাগু করা হচ্ছে ত্রিপুরায়। আগামী ২৭ জুলাই থেকে তিনদিনের লকডাউন জারি থাকবে উত্তর-পূর্বের এই রাজ্য়ে।
শুধু মাত্র অর্থনীতির কথা বিবেচনা করেই মবারাষ্ট্র থেকে সম্পূর্ণ লকডাউন প্রত্যাহার করা হবে না। স্পষ্ট জানিয়েদিলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। স্বাস্থ্য ও অর্থনীতির মধ্যে ভারসাম্য বজায় রাখার পক্ষে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।
করোনায় গ্রাসে গোটা বিশ্ব। পৃথিবীতে ১৫,৭৩৬,৪৯৯ জন মানুষ সংক্রমিত ও করোনায় মৃত্যু হয়েছে ৬,৩৮ হাজার ৫৭৭ জনের।
দেশজুড়ে সংক্রমণ হু হু করে বাড়ছে। উদ্বিগ্ন কেন্দ্র। একাধিক রাজ্য বিক্ষিপ্তভাবে কোনও এলাকায় বা সার্বিকভাবে গোটা রাজ্যে টানা কয়েকদিন অথবা সপ্তাহে দু-তিনের জন্য লকডাউন জারি করেছে। সংক্রমণের এই বৃদ্ধি গোষ্ঠী সংক্রমণের ইঙ্গিত বলে মানতে নারাজ কেন্দ্র। সম্প্রতি দেশের করোনা প্রভাবিত প্রথম ৯টি রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে বৈঠক করেছেন ক্যাবিনেট সচিব রাজীব গৌবা। করোনা সংক্রমণ রোধে রাজ্যগুলিকে কেন্দ্রের গাইডলাইন কঠোরভাবে মেনে চলার কথা বলা হয়। এছাড়াও, নির্দিষ্টভাবে কনটেনমেন্ট জোন, স্বাস্থ পরিকাঠামোতে নজরদারির কথা বলা হয়েছে। সংক্রমণের বাড়বাড়ন্ত রুখতে মোট ৬টি পরামর্শের উল্লেখ করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। পড়ুন বিস্তারিত
মুখ্যমন্ত্রী শিবরাজ সিং নিজেই টুইট করে তাঁর করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, 'প্রিয় দেশবাসী, কয়েকদিন ধরেই আমার শরীরে করোনা উপসর্গ দেখা যাচ্ছিল। নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়েছিল। তার রিপোর্ট পজিটিভ এসেছে ।'
গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনা আক্রান্ত হয়েছেন ২,২১৬ জন। এ নিয়ে শুক্রবার পর্যন্ত রাজ্য়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩,৯৭৩। বাংলায় করোনায় অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৯,১৫৪। রাজ্য় গত ২৪ ঘণ্টায় বাংলায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মৃত বেড়ে হয়েছে ১,২৯০। অন্যদিকে, করোনাকে হারিয়ে একদিনে বাংলায় সুস্থ হয়েছেন ১,৮৭৩ জন। সবমিলিয়ে বাংলায় এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৩৩,৫২৯ জন। রাজ্যে সুস্থতার হার ৬২.১২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে ৭৫৭ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা ৩১,৩৫৮। ভারতে করোনায় মৃত্যুহার ২.৩৫ শতাংশ। দেশে মৃত্যুহার প্রতিদিন কমছে।