করোনা সংক্রমণে রোজই রেকর্ড গড়ছে বাংলা। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৩৬ জন। এ নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্য়ে মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৭৫৭। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ১৮ হাজার ৮৪৬। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় বাংলায় আরও ৩৪ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ১২৫৫। অন্য়দিকে, করোনাকে হারিয়ে একদিনে বাংলায় সুস্থ হয়েছেন ২ হাজার ৬ জন। সবমিলিয়ে বাংলায় এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৩১ হাজার ৬৫৬ জন। রাজ্য়ে সুস্থতার হার ৬০.১৬ শতাংশ।
ক্রমশই যেন অপ্রতিরোধ্য হয়ে উঠছে করোনাভাইরাস। লকডাউন, মাস্ক, সামাজিক দূরত্ব বিধি- কোভিডকে আটকানো যাচ্ছে না কোনওভাবেই। গত ২৪ ঘন্টায় দেশে আক্রান্ত হয়েছে ৪৫ হাজার জন। করোনা আক্রমণের প্রথম দিন থেকে আজ অবধি মোট আক্রান্তের সংখ্যা ১২ লক্ষ ৩৮ হাজার ৬৩৫। এমনকী বেড়েছে মৃত্যু সংখ্যাও। এখন পর্যন্ত করোনা থাবায় প্রাণ হারিয়েছেন ২৯ হাজার ৮৬১ জন।
অন্যদিকে, বিশ্বের চিত্রও এক। করোনা ঝড়ে বিধ্বস্ত বহু দেশ। কোভিড-১৯ এর ছোবলে প্রাণ হারিয়েছেন ৬ লক্ষ ২২ হাজার ১৮৩ জন। আক্রান্ত হয়েছে ১৫ কোটি ১৭ লক্ষ ৭ হাজার ৪৪৭ জন। তবে এর মধ্যে থেকে করোনাকে জয় করেই সুস্থ হয়ে উঠেছে ৮৬ লক্ষ ৮ হাজার ৪০০ জন।
Read the story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
Live Blog
Coronavirus Lockdown Situation In India-West Bengal Kolkata Updates. করোনা-লকডাউন পরিস্থিতির সব খবর জানতে চোখ রাখুন এখানে...
যেসব করোনা রোগীর মৃদু উপসর্গ রয়েছে, তাঁদের শরীরে করোনার বিরুদ্ধে লড়াই করা অ্যান্টিবডির মাত্রা প্রথম তিন মাসে দ্রুতহারে কমতে পারে। এক গবেষণায় দেখা গিয়েছে, প্রতি ৭৩ দিনে অ্যান্টিবডির মাত্রা কমে অর্ধেক হয়ে যেতে পারে। এই হারে অ্যান্টিবডির মাত্রা কমতে থাকলে, অন্তত এক বছর শরীর থেকে গায়েব হয়ে যেতে পারে অ্যান্টিবডির। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া এবং লস অ্যাঞ্জেলস-এর বিজ্ঞানীরা এমনটাই জানাচ্ছেন।
করোনা সংক্রমণে রোজই রেকর্ড গড়ছে বাংলা। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৩৬ জন। এ নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্য়ে মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৭৫৭। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ১৮ হাজার ৮৪৬। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় বাংলায় আরও ৩৪ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ১২৫৫। অন্য়দিকে, করোনাকে হারিয়ে একদিনে বাংলায় সুস্থ হয়েছেন ২ হাজার ৬ জন। সবমিলিয়ে বাংলায় এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৩১ হাজার ৬৫৬ জন। রাজ্য়ে সুস্থতার হার ৬০.১৬ শতাংশ।
কলকাতায় লকডাউন চিত্র। দু'দিনের লকডাউনের নিয়মে কতটা বদলাল কলকাতা?
করোনা ভাইরাসের ফের শক্তিবৃদ্ধির মাঝেই বিশ্বজুড়ে একের পর ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়ালের খবর সামনে এসেছিল। অক্সফোর্ড, মডার্ণা থেকে ভারত বায়োটেক সকল সংস্থাই জানায় যে ভ্যাকসিন তৈরির কাজ চলছে জোরকদমে। করোনা প্রতিষেধকের বাজারে আসা এখন কেবল সময়ের অপেক্ষা। কিন্তু এবার সম্পূর্ণ অন্য সুর শোনা গেল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু)।বুধআরই হু-এর বিশেষজ্ঞ দলের তরফে জানিয়ে দেওয়া হয় বিভিন্ন সংস্থা ভ্যাকসিন তৈরির তৃতীয় ধাপে পৌঁছে গেলেও ২০১২ সালের আগে এই ভ্যাকসিন পাওয়ার আশাই নেই। হু-র এমারজেন্সি প্রোগামের প্রধান মাইক রায়ান জানান, হু-এর তরফে চেষ্টা করা হচ্ছে ভ্যাকসিনের বিতরণ প্রক্রিয়া যেন সঠিকভাবে হয়। সকলের কাছেই যেন পৌঁছতে পারে এই ভ্যাকসিন।
গত ২৪ ঘণ্টায় বাংলায় আরও ৩৯ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মৃত বেড়ে হয়েছে ১২২১। অন্য়দিকে, করোনাকে হারিয়ে একদিনে বাংলায় সুস্থ হয়েছেন ১৬১৫ জন। সবমিলিয়ে বাংলায় এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ২৯ হাজার ৬৫০ জন। রাজ্যে সুস্থতার হার ৬০.১১ শতাংশ। সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্যাক্টিভ কেসের সংখ্যা ৫ হাজার ৬৮৭। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৪৪৭১), হাওড়া (১৭৯০), দক্ষিণ ২৪ পরগনা (১৪৯৮), হুগলি (৮৯৮)।