যত দিন গড়াচ্ছে, করোনা যেন আরও জাঁকিয়ে থাবা বসাচ্ছে বিশ্বজুড়ে। এই পরিস্থিতিতে ভাইরাসকে বিনাশ করতে ভ্য়াকসিনের অপেক্ষায় হা-পিত্য়েশ করে বসে রয়েছে গোটা দুনিয়া। দিন-রাত এক করে বিজ্ঞানীরা করোনা ভ্য়াকসিন বানাতে ঝাঁপিয়ে পড়েছেন। করোনার প্রতিষেধক আবিষ্কার করে তা দ্রুত বাজারে আনতে মরিয়া একাধিক সংস্থা। এই তালিকায় রয়েছে মডার্না আইএনসি। জুলাইয়ের ৯ তারিখে তৃতীয় পর্যায়ের ট্রায়ালের কথা ছিল মডার্নার। কিন্তু জানা যাচ্ছে, এই ট্রায়াল শুরু করতে অনির্দিষ্টকালের জন্য় দেরি করা হচ্ছে।
আগামী ৯ জুলাই এমআরএনএ-২৭৩ কোভিড ১৯ ভ্য়াকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়ালের কথা ছিল মডার্নার। কিন্তু সেই ট্রায়াল অনির্দিষ্টকালের জন্য় দেরি করা হচ্ছে। মার্কিন সরকারের অপারেশন ওয়ার্প স্পিডের অংশ হিসেবে ৩০ হাজার রোগীর দেহে ট্রায়াল করা হবে।
আরও পড়ুন: ‘বায়ুবাহিত’ করোনাভাইরাসকে কি আদেও আটকাচ্ছে ঘরে বানানো মাস্ক?
গত জুন মাসে, মডার্নার তরফে জানানো হয়েছিল, উপসর্গযুক্ত করোনা রোগীদের রোগ প্রতিরোধে ভ্য়াকসিনের দক্ষতা মূল্য়ায়ণ করাই ছিল ট্রায়ালের প্রাথমিক উদ্দেশ্য়। এসটিএটি নিউজের এক রিপোর্টে বলা হয়েছে, ট্রায়ালের প্রোটোকল বদল করছে মডার্না। যার জেরেই ট্রায়াল শুরুর প্রস্তাবিত দিন পিছিয়ে গিয়েছে। যদিও সিইও স্টিফেন বানসেল সিএনবিসি-কে বলেছেন, জুলাই মাসেই ট্রায়াল শুরু করতে চায় ওই ওষুধ প্রস্তুতকারক সংস্থাটি।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন