/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/03/corona-modi-2.jpg)
ভারতে করোনার থাবা। ইতিমধ্যেই আক্রান্ত ২৮। তারই মধ্যে করোনা ভাইরাস থেকে বাঁচতে ভিড় এড়ানোর পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানিয়ে দিলেন তিনি নিজেও এ বছর 'হোলি মিলন অনুষ্ঠানে' যোগ দেবেন না।
এদিন টুইটে প্রধানমন্ত্রী লেখেন, 'করোনার থাবা থেকে বাঁচতে বিশেষজ্ঞরা ভিড়ে না যাওয়ার পরামর্শ দিচ্ছেন। তাই আমিও এ বছর হোলি মিলন অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।'
Experts across the world have advised to reduce mass gatherings to avoid the spread of COVID-19 Novel Coronavirus. Hence, this year I have decided not to participate in any Holi Milan programme.
— Narendra Modi (@narendramodi) March 4, 2020
মঙ্গলবারই অবশ্য প্রধানমন্ত্রী দেশবাসীকে সাহস দিয়ে বলেছিলেন যে, 'আতঙ্কের কোনও কারণ নেই। করোনা ভাইরায় ছড়িয়ে পড়া ঠেকাতে যথেষ্ঠ সতর্কতা নেওয়া হয়েছে। সবাইকে একযোগে কাজ করতে হবে।'
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও এবার হোলি উৎসবে যোগ দেবেন না। হোলির অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডাও। তাঁর কথায়, 'গোটা পৃথিবী করোনায় আক্রান্ত। করোনা ঠেকাতে চিকিৎসকরাও চেষ্টা করছেন। তাই এবার আমি হোলি উৎসবে যাওয়া বা অনুষ্ঠানের সিদ্ধান্ত বাতিল করছি।'
আরও পড়ুন: ভারতে ভয়াবহ করোনা হানা, আপনি কীভাবে বাঁচবেন?
বিশ্বের ৬০টি দেশে ছড়িয়েছে করোনা ভাইরাস। মৃত্যু হয়েছে ৩ হাজারেরও বেশি মানুষের। আক্রান্তের সংখ্যা ৯০ হাজারের বেশি। চিন, দক্ষিন কোরিয়া, জাপান, ইতালি, ইরানে আক্রান্তের সংখ্যা অনেকটাই বেশি। এইসব দেশের ভিসা বাতিল করেছে নয়াদিল্লি।
আক্রান্তদের মধ্যে রয়েছে, একটি ইতালীয় পর্যটক দলের ১৬ জন। আক্রান্ত তাঁদের সঙ্গে থাকা এক ভারতীয় গাড়িচালকও। রয়েছেন আগরার ছয় বাসিন্দাও। দিল্লি এবং হায়দরাবাদে একজন করে আক্রান্ত হয়েছেন। ওই তালিকায় রয়েছেন কেরলের তিনজনও। তবে তাঁরা আগেই ভাইরাসমুক্ত বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে,পড়তে থাকুন