Advertisment

ভারতে করোনা থাবা: দিল্লি-তেলঙ্গানায় রোগীর শরীরে মিলল মারণ জীবাণু

দিল্লি ও তেলঙ্গানায় অসুস্থ দু'জনের রক্তপরীক্ষায় করোনা ভাইরাসের রিপোর্ট পজিটিভ মিলল। এছাড়া রাজস্থানেও এক ব্যক্তিকে করোনা আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভারতে করোনা আতঙ্ক।

ভারতে করোনার থাবা। দিল্লি ও তেলঙ্গানায় অসুস্থ দু'জনের রক্তপরীক্ষায় করোনা ভাইরাসের রিপোর্ট পজিটিভ মিলল। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এই খবর প্রকাশ্যে আনে। দিল্লির রোগী সম্প্রতি ইতালি থেকে এসেছেন বলে জানা গিয়েছে। তেলঙ্গানার আক্রান্ত ব্যক্তি দুবাই থেকে ফিরেছেন। এছাড়া রাজস্থানেও এক ব্যক্তিকে করোনা আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে।

Advertisment

ভারতীয়দের চিন, কোরিয়া ,সিঙ্গাপুর ও ইতালিতে না যাওয়ার অনুরোধ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। সম্পূর্ণ বিষটির উপর নজর রাখা হয়েছে ও প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে বলা জানিয়েছেন তিনি।

জানা গিয়েছে ওই দু'জনকে আইসোলেশনে রেখে কড়া নজরদারি চালানো হচ্ছে। আপাতত সুস্থ রয়েছেন তাঁরা। সপ্তাহ কয়েক আগে কেরালাতেও তিন জনকে করোনা ভাইরাস আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছিল। পরে রক্ত পরীক্ষায় সব পরীক্ষার রিপোর্টই নেগেটিভ আসে।

publive-image স্বাস্থ্যমন্ত্রকের বিবৃতি

মাস দুয়েক আগে চিন থেকে ছড়িয়েছে ঘাতক করোনা ভাইরাস। সে দেশে মৃতের সংখ্যা ২, ৯১২। চিন এতদিন জানিয়েছে, সোমবার ৪২ জনের মৃত্যু হয়েছে। সংবাদ সংস্থা এএফপি-এর রিপোর্ট অনুশারে করোনাভাইরাসে ৩০০০ জনের মৃত্যু হয়েছে। উহান প্রদেশ ছাড়াও চিনের হুবেই প্রদেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে জানবা গিয়েছে।

আরও পড়ুন: করোনাভাইরাস: মেয়েদের তুলনায় পুরুষদের বিপদ বেশি কেন?

চিনের বাইরেও বহু দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। মার্কিন প্রশান জানিয়েছে, এদিন করোনা আক্রান্ত হয়ে সেদেশে দু'জনের মৃত্যু হয়েছে।

করোনা আক্রান্ত চিন থেকে ইতিমধ্যেই প্রায় সাড়ে ছয়শো ভারতীয়কে এদেশে ফেরানো হয়েছে।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

India coronavirus
Advertisment