Advertisment

'সরকার কখনই বলেনি গোটা দেশকে ভ্যাকসিন দেওয়া হবে', জানাল স্বাস্থ্যমন্ত্রক

স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয়, "আমি এটা পরিষ্কার করে জানিয়ে দিতে চাই যে সরকারের তরফে গোটা দেশকে ভ্যাকসিনেশন করা হবে, একথা কখনই বলা হয়নি।"

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভারতে এখন সবচেয়ে বেশি চাহিদা যে দ্রব্যের তা হল করোনা ভ্যাকসিন। দেশে ভাইরাসের আক্রমণ এখন কিছুটা কমলে বিশ্বে যেভাবে দাপট দেখাচ্ছে করোনা সেখানে নয়া পর্যায় শুরুর ভয়ও রয়েছে।

Advertisment

ভ্যাকসিন নিয়ে তোড়জোড়ের মধ্যেই মঙ্গলবার স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ বলেন, "আমি এটা পরিষ্কার করে জানিয়ে দিতে চাই যে সরকারের তরফে গোটা দেশকে ভ্যাকসিনেশন করা হবে, একথা কখনই বলা হয়নি। টিকাকরণের পুরো বিষয়টি নির্ভর করবে ভ্যাকসিনের কার্যকারীতার উপর। সংক্রমণের ধারাকে রুখতে পারাই আসল কাজ।"

আইসিএমআর-এর প্রধান ডা: বলরাম ভার্গব বলেন, "আমাদের মূল লক্ষ্য এই ভাইরাসকে আটকানো। সেক্ষেত্রে যারা গুরুতর আক্রান্ত তাঁদেরকে আগে ভ্যাকসিন দেওয়া এবং সংক্রমণের চেনটিকে ভেঙে দেওয়া। তাহলে আর গোটা দেশকে ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন পড়বে না।"

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus
Advertisment