/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/12/health1.jpg)
ভারতে এখন সবচেয়ে বেশি চাহিদা যে দ্রব্যের তা হল করোনা ভ্যাকসিন। দেশে ভাইরাসের আক্রমণ এখন কিছুটা কমলে বিশ্বে যেভাবে দাপট দেখাচ্ছে করোনা সেখানে নয়া পর্যায় শুরুর ভয়ও রয়েছে।
ভ্যাকসিন নিয়ে তোড়জোড়ের মধ্যেই মঙ্গলবার স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ বলেন, "আমি এটা পরিষ্কার করে জানিয়ে দিতে চাই যে সরকারের তরফে গোটা দেশকে ভ্যাকসিনেশন করা হবে, একথা কখনই বলা হয়নি। টিকাকরণের পুরো বিষয়টি নির্ভর করবে ভ্যাকসিনের কার্যকারীতার উপর। সংক্রমণের ধারাকে রুখতে পারাই আসল কাজ।"
#WATCH "Govt has never spoken about vaccinating the entire country," says Health Secretary Rajesh Bhushan
"If we're able to vaccinate critical mass of people & break virus transmission, then we may not have to vaccinate the entire population," ICMR DG Dr Balram Bhargava added. https://t.co/HKbssjATjHpic.twitter.com/egEB1TAiC9
— ANI (@ANI) December 1, 2020
আইসিএমআর-এর প্রধান ডা: বলরাম ভার্গব বলেন, "আমাদের মূল লক্ষ্য এই ভাইরাসকে আটকানো। সেক্ষেত্রে যারা গুরুতর আক্রান্ত তাঁদেরকে আগে ভ্যাকসিন দেওয়া এবং সংক্রমণের চেনটিকে ভেঙে দেওয়া। তাহলে আর গোটা দেশকে ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন পড়বে না।"
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন