/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/06/corona1.jpg)
করোনায় দৈনিক মৃত্য়ু বেশ খানিকটা বেড়ে যাওয়ায় উদ্বেগে স্বাস্থ্যমন্ত্রক।
দৈনিক সংক্রমণের ওঠাপড়া অব্যাহত। স্বস্তি দিয়ে গত ২৪ ঘন্টায় ভারতে কমল আক্রান্ত ও মৃত্যুর হার। নিম্নমুখী সক্রিয় রোগীর সংখ্যাও। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুসারে, দেশে রবিবার সংক্রমিত হয়েছেন ৩৫ হাজার ৪৯৯ জন। একদিনে দেশে করোনায় প্রাণ গিয়েছে ৪৪৭ জনের। চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪ লক্ষ ২ হাজারের ৩০৯ জনে। যা শনিবারের তুলনায় প্রায় ৪ হাজার কম। সক্রিয় রোগীর হার মোট আক্রান্তের নিরিখে ১.২৭ শতাংশ।
ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৯ লক্ষ ৬৯ হাজার ৯৫৪ জন। ভয়ঙ্কর ভাইরাসকে হারিয়ে জীবনে ফিরেছেন দেশের মোট ৩ কোটি ১১ লক্ষ ৩৯ হাজার ৪৫৭ জন। অর্থাৎ, বর্তমানে দেশে সুস্থতার হার ৯৭.৪০ শতাংশ। মৃতের সংখ্যা মোট ৪ লক্ষ ২৮ হাজার ৩০৯। মৃত্যু হার প্রায় ১.৩৪ শতাংশ।
India registers drop in daily COVID-19 cases, reports 35,499 new infections
Read @ANI Story | https://t.co/lxU6k2eu8G#COVID19pic.twitter.com/0vMWaIiADg— ANI Digital (@ani_digital) August 9, 2021
গত ২৪ ঘন্টায় দেশে মুনা পরীক্ষার হয়েছে ১৩ লক্ষ ৭১ হাজার ৮৭১। মোট কোভিড পরীক্ষা হয়েছে ৪৮ কোটি ১৭ লক্ষ ৬৭ হাজার ২৩২টি। এখনও পর্যন্ত মোট টিকাকরণ হয়েছে ৫০.৮৬ কোটি। ভ্যাকসিন সরবরাহ নিয়ে সোমবার হিসেব দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। জানানো হয়েছে, ৫২.৪০ কোটি টিকা দেওয়া হয়েছে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে। এখনও ২.৩৩ কোটি ভ্যাকসিন বিভিন্ন বেসরকারি হাসপাতালে মজুত রয়েছে।
সংক্রমণের নিরিখে এখনও উদ্বেগ বাড়াচ্ছে কেরালা। করোনা আক্রান্তের ঊর্ধ্বমুখী হার মহারাষ্ট্রেও। সংক্রমণে মৃত্যুর মধ্যে ৭০ শতাংশই কোমর্বিডির জন্য বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রক।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন