/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/06/vaccine-2.jpg)
কোভিড সংক্রমণ ঠেকাতে টিকাকরণে জোর দিয়েছে সরকার।
coronavirus update 7 june 2021: ২ মাস পর দেশে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা সবচেয়ে কম। ফলে দেশের সক্রিয় করোনা সংখ্যাও অনেকটাই কমেছে। নিম্নমুখী দৈনিক মৃত্যুহারও। ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে।
স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুসারে গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৩৬ জন। দৈনিক সুস্থতার হার ১ লক্ষ ৭৪ হাজার ৩৯৯ জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা নেমে এসেছে প্রায় ১৪ লক্ষে। এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ১৪ লক্ষ ১ হাজার ৬০৯ জন।
কমছে দৈনিক মৃত্যুও। গত কয়েকদিনে সংক্রমণ কমলেও, মৃত্যুতে সেভাবে রাশ টানা যাচ্ছিল না। ফলে চিন্তা বাড়ছিল। কিন্তু সোমবারের পরিসংখ্যান খানিকটা স্বস্তি দিল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ২ হাজার ৪২৭ জন।
India reports 1,00,636 new #COVID19 cases, 1,74,399 discharges, and 2427 deaths in the last 24 hours, as per Health Ministry
Total cases: 2,89,09,975
Total discharges: 2,71,59,180
Death toll: 3,49,186
Active cases: 14,01,609
Total vaccination: 23,27,86,482 pic.twitter.com/3DNEhXAN4E— ANI (@ANI) June 7, 2021
এখন পর্যন্ত দেশে মোট করোনা রোগীর সংখ্যা ২ কোটি ৮৯ লক্ষ ৯ হাজার ৯০৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৭১ লক্ষ ৬৯ হাজার ১৮০ জন। মারণ ভাইরাসে প্রাণ গিয়েছে মোট ৩ লক্ষ ৪৯ হাজার ১৮৬ জনের।
কোভিড সংক্রমণ ঠেকাতে টিকাকরণে জোর দিয়েছে সরকার। এ যাবৎ মোট ২৩ কোটি ২৭ লক্ষ ৮৬ হাজার ৪৮২ জনকে টিকা দেওয়া হয়েছে।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন