শুক্রবার করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষের বেশি পেরিয়ে গিয়েছে দেশে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ১৪ হাজার ১৮২। মৃত্যু হয়েছে ৩৯২০ জনের। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৩৬ লক্ষ ৪৫ হাজার ১৬৪।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২ কোটি ১৪লক্ষ ৯১ হাজার ৫৯২ হয়েছে। ধবার দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৪ লক্ষ ১২ হাজার ২৬২ ৷ মৃত্যু হয়েছিল ৩৯৮০ জনের৷
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যাণ অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত ১৬,৪৮,৭৬,২৪৮ জনের টিকাকরণ হয়েছে। মৃত্যুর হারও আগের কয়েকদিনের চেয়ে বেশি। এখনও পর্যন্ত করোনাকে কাবু করে সুস্থ হয়ে উঠেছেন দেশের ১ কোটি ৭৬ লক্ষ ১২ হাজার ৩৫১ জন।
এদিকে রাজ্যের অবস্থাও তথৈবচ। রাজ্যে করোনা সংক্রমণ ফের রেকর্ড গড়ল৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হলেন ১৮ হাজার ৪৩১ জন। মৃত্যু হল ১১৭ জনের । এই নিয়ে রাজ্যে মোট মৃত্যু হল ১১ হাজার ৯৬৪ জনের।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন