করোনা আবহে উৎসবে বাড়তে পারে সংক্রমণ। আশঙ্কা ছিল। উৎসব উদযাপনে নির্দেশিকা বেঁধে দিয়েছিল প্রশাসন। কিন্তু, পরিসংখ্যানের বিচারে সেই আশঙ্কার কোনও প্রভাব এখনও সেইভাবে লক্ষ্য করা যাচ্ছে না। আজ সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায়ও দেশের দৈনিক সংক্রমিতের সংখ্যা ২০ হাজারের নীচে। দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৮২৩ জন। যা অবশ্য গত দিনের তুলনায় সামান্য বেশি। দৈনিক করোনামুক্ত মানুষের সংখ্যা ২২ হাজার ৮৪৪ জন। পজিটিভিটি রেট ১.১৯ শতাংশ। দেশে একদিনে কোভিড-১৯-এ প্রাণ হারিয়েছেন ২২৬ জন। মৃত্যু হার ১.৩৩ শতাংশ।
বর্তমানে দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ কোটি ৪০ লক্ষ ১ হাজার ৭৪৩ জন। করোনা থেকে মুক্ত হয়েছেন মোট ৩ কোটি ৩৩ লক্ষ ৪২ হাজার ৯০১ জন। কমছে সক্রিয় রোগীর সংখ্যাও। গত স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২ লক্ষ ৭ হাজার ৬৫৩ জন। যা গত কয়েক মাসের পরিসংখ্যানের বিচারে সর্বনিম্ন।
এখনও পর্যন্ত দেশে মোট করোনার টিকাকরণ হয়েছে ৯৬ কোটি ৪৩ লক্ষ মানুষের। এর মধ্যে মঙ্গলবার টিকা পেয়েছেন ৫০ লক্ষের বেশি মানুষ। নবরাত্রি শেষের আগেই ১০০ কোটি মানুষকে টিকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কেন্দ্র।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন