Advertisment

দেশে সামান্য কমল দৈনিক আক্রান্ত-মৃত্যুর হার, চিন্তার কেন্দ্রে কেরালা

পরিসংখ্যানের নিরিখে করোনা সংক্রমণে গত কয়েকদিনের প্রবণতার উল্টো ছবি উঠে এল গত ২৪ ঘন্টায়।

author-image
IE Bangla Web Desk
New Update
India logs 13,596 new Covid-19 cases 18 october 2021

ক্রমশ সুস্থ হচ্ছে দেশ।

পরিসংখ্যানের নিরিখে করোনা সংক্রমণে গত কয়েকদিনের প্রবণতার উল্টো ছবি উঠে এল গত ২৪ ঘন্টায়। সামান্য কমল সংক্রমণ ও মৃতের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুসারে, শনিবার দেশে দৈনিক কোভিড সংক্রমিতের সংখ্যা ৪৫ হাজার ৮৩ জন। যা গত দিনের তুলনায় প্রায় দেড় হাজার কম। কমেছে দৈনিক মৃত্যুও। করোনাকে হারিয়ে শনিবার সুস্থতার হার ৩৫ হাজার ৮৪০ জন। তবে বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৪৬০ জন।

Advertisment

এখনও পর্যন্ত দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ২৬ লক্ষ ৯৫ হাজার ৩০। পরিসংখ্যান অনুযায়ী দেশে মোট করোনা মুক্তের সংখ্যা ৩ কোটি ১৮ লক্ষ ৮৮ হাজার ৬৪২ জন। সুস্থতার হাক প্রায় ৯৭.৫৩ শতাংশ। তবে চিন্তা বাড়িয়েছে অ্যাকটিভ কেসের সংখ্যা বৃদ্ধি। বর্তমানে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ৬৮ হাজার ৫৫৮ জন।

কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত ৬৩ কোটিরও বেশি দেশবাসীর টিকাকরণ হয়েছে।এর মধ্যে শনিবার ৭৩ হাজার মানুষকে টিকা দেওয়া হয়েছে। আইসিএমআর-এর রিপোর্ট অনুসারে, গত ২৪ ঘন্টায় ১৭ লক্ষ ৫৫ হাজার ৩২৭ টি নমুনা পরীক্ষা হয়েছে।

আরও পড়ুন- রাজ্যে কোভিড বিধিনিষেধের মেয়াদ বাড়ল ১৫ সেপ্টেম্বর পর্যন্ত, বন্ধই থাকছে লোকাল ট্রেন

এদিকে সংক্রমণের নিরিখে রাজ্যগুলোর মধ্যে এখনও দেশের মধ্যে এগিয়ে কেরালা। তৃতীয় ঢেউয়ের মুখে দক্ষিণী এই রাজ্যে সংক্রমণের উর্ধ্বগতি চিন্তা বাড়াচ্ছে। গত ২৪ ঘন্টায় এি রাজ্যে আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ২৬৫ জন। মৃত ১৫৩। পজিটিভিটি রেট ১৮.৬৭। সংক্রমণে লাগাম পড়াতে ওই রাজ্যে আজ রয়েছে হয়েছে লকডাউন। প্রতিদিন রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত নাইট কারফিউ জারি করা হয়েছে।

সামনেই জন্মাষ্টমী, গণেশ চতুর্থী। ফলে উৎসবে মানুষকে আত্মনিয়ন্ত্রণ বজায় রাখতে আবেদন জানিয়েছেন মহারাষষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে। উল্লেখ্য, দেশের পশ্চিমে এই রাজ্যেও করোনা সংক্রমণের হার বেশ কিছুটা বেশি।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন  টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus corona Corona Vaccination Corona India Corona Death Corona Today
Advertisment