Advertisment

ভারতে করোনা আক্রান্ত ৪৪, নজরদারিতে ৩

জম্মু-কাশ্মীর, দিল্লি, কেরালা ও উত্তরপ্রদেশ থেকে চার জনের শরীরে মারণ জীবাণুর সন্ধান মিলেছে বলে জানা গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
coronavirus west bengal update, coronavirus kolkata, coronavirus kolkata updates, coronavirus in west bengal live, coronavirus latest update west bengal, coronavirus outbreak west bengal, coronavirus scare live, coronavirus outbreak west bengal, west bengal govt, coronavirus situation in west bengal, coronavirus, করোনাভাইরাস, করোনা, করোনা আতঙ্ক, করোনা কাঁপুনি, coronavirus in west bengal, পশ্চিমবঙ্গে করোনা ভাইরাস, করোনা আতঙ্ক বাংলায়, coronavirus live updates, মারণ ভাইরাস, করোনা ভাইরাস কলকাতা, coronavirus bengal, করোনা ভাইরাস কলকাতা,করোনা ভাইরাস, করোনা আপডেট, করোনা ভাইরাস, coronavirus update, করোনা ভাইরাস আপডেট, coronavirus news

প্রতীকী ছবি।

ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৪। করোনা সন্দেহে নজরদারিতে রাখা হয়েছে ৩ জনকে। এদিন জম্মু-কাশ্মীর, দিল্লি, কেরালা ও উত্তরপ্রদেশ থেকে চার জনের শরীরে মারণ জীবাণুর সন্ধান মিলেছে বলে জানা গিয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়। তবে, করোনা ভাইরাসে ভারতে এখনও পর্যন্ত কারোর মৃত্যু হয়নি বলে স্পষ্ট করা হয়েছে।

Advertisment

কেরালাতেই প্রথম করোনা আক্রান্তের হদিশ মিলেছিল। ইটালি ফেরৎ তিন বছরের শিশুর দেহে মারণ জীবাণুর থাকার ইতিবাচক প্রমাণ মিলেছে। শনিবার দেশে ফিরে আসার সময় কোচি বিমানবন্দরে তাঁদের করোনা ভাইরাস সংক্রান্ত স্ক্রিনিং হয়, তখনই শিশুটির দেহে ওই ভাইরাসের প্রমাণ মেলে। তবে, স্বাস্থ্যমন্ত্রক এখনও নিশ্চিত করে কিছু জানাতে পারেননি। বর্তমানে ওই শিশুর অবস্থা স্থিতিশীল। শিশুটির বাবা-মাকেও আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। রবিবারই, কেরলে একই পরিবারের ৫ জনের শরীরে করোনো ভাইরাস সংক্রমণের প্রমাণ মেলে।

চিন ছাড়া যেসব দেশে করোনার দাপট সবচেয়ে বেশি, তার অন্যতম ইটালি। এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সেদেশে ২৩৩ জনের মৃত্য হয়েছে। আক্রান্তের সংখ্যা ৫, ৮৮৩। চিনের উহান ফেরৎ তিন জনের শরীরে করোনার জীবাণু ছিল বলে প্রথম সন্দেহ করা হয়। তাদের হাসপাতালে ভর্তি করে চলে চিকিৎসা।

আরও পড়ুন: করোনা না সুগার? সৌদি ফেরৎ যুবকের মৃত্যু ঘিরে আতঙ্কে মুর্শিদাবাদ

গত বছরের ডিসেম্বরে চিনের উহান শহর থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে এখনও পর্যন্ত ৯০টি দেশে তা ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসে আক্রান্ত কমপক্ষে ৯০ হাজার মানুষ। ভারতেও করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে, বর্তমানে সেই সংখ্যা বেড়ে ৪৪-এ পৌঁছেছে। ক্রমশই গোটা দেশে ছড়িয়ে পড়ছে ওই মারণ ভাইরাসের আতঙ্ক। ইতিমধ্যেই সতর্কতা স্বরূপ দেশের ২১টি বড় শহরে করোনা সংক্রান্ত কড়া নজরদারি শুরু করা হয়েছে, সমস্ত বিমানবন্দরেও চলছে পরীক্ষা নিরীক্ষা।

গোটা দেশজুড়ে আতঙ্ক আর উৎকণ্ঠা। এই প্রেক্ষাপটে করোনা সংক্রান্ত সব গুজব থেকে দুরে থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, ‘গুজব এড়িয়ে করোনা ভাইরাস ঠেকাতে চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে হবে। করমর্দন এড়িয়ে হাত জোড় করে নমস্তে বলে শুভেচ্ছা জানান।’ করোনা পরিস্থিতি নিয়ে শনিবার বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা মোকাবিলায় পর্যাপ্ত কোয়ারেন্টাইনের ব্যবস্থা করতে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মোদী।

এদিকে করোনা ভাইরাসের জেরে সোমবার বাজার খুলতেই শেয়ার বাজারে ব্যাপক পতন লক্ষ্য করা যায়। সেনসেক্স ও নিফটির পতনে মাথায় হাত বিনিয়োগকারীদের। টেলিকম, প্রাকৃতিক গ্যায় ও তেলের শেয়ার কমে যায়।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus India
Advertisment