স্বস্তি দিয়ে দেশে কমল দৈনিক সংক্রমণ-মৃত্যু। যদিও এখনও দৈনিক সংক্রমণ তিন লক্ষের বেশিই রয়েছে, তবে গত কয়েকদিনের তুলনায় কিছুটা কম। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ২৬ হাজার ৯৮ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ২ কোটি ৪৩ লক্ষ ৭২ হাজার ৯০৭ জন।
গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৯০ জনের। এখনও পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২ লক্ষ ৬৬ হাজার ২০৭। গতকাল ভারতে দৈনিক মৃত্যুর পরিসংখ্যান ছিল ৪ হাজারের বেশি। দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা সামান্য কমে দাঁড়াল ৩৬ লক্ষ ৭৩ হাজার ৮০২। শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ছিল ৩৭ লক্ষ ৪ হাজার ৮৯৩।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনাকে জয়ী করে সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৫৩ হাজার ২৯৯ জন। শুক্রবারের পরিসংখ্য়ান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৩ লক্ষ ৪৪ হাজার ৭৭৬। দেশে এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৪ লক্ষ ৩২ হাজার ৮৯৮ জন। শনিবার পর্যন্ত দেশে মোট ১৮ কোটির বেশি মানুষের টিকাকরণ হয়েছে।
সংক্রমণের নিরিখে দেশের মধ্যে শীর্ষে কর্ণাটক। গত ২৪ ঘণ্টায় ওই রাজ্যে আক্রান্ত হয়েছেন ৪১ হাজারের বেশি মানুষ। তার পরেই রয়েছে মহারাষ্ট্র। সেখানে একদিনে আক্রান্ত হয়েছেন ৩৯,৯২৩ জন হয়েছেন। তবে মৃত্যুর নিরিখে শীর্ষে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সেখানে মৃত্যু হয়েছে ৭১৪ জনের। এদিকে, দিল্লিতে ধীরে ধীরে নিম্নমুখী করোনা গ্রাফ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে সংক্রমিত হয়েছেন সাড়ে আট হাজার মানুষ।