Advertisment

Coronavirus India Updates: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১৫,৪১৩ জন, মোট পজিটিভ ৪.১০ লাখ

কোভিড সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২,২৭,৭৫৫ জন। এখনও পর্যন্ত করোনা সংক্রমণে দেশে মৃত্যু হয়েছে ১৩,২৫৪ জনের।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

গত ২৪ ঘন্টায় ভারতে করোনা সংক্রমিত হয়েছেন ১৫,৪১৩ জন। মোট আক্রান্তের সংখ্যা পেরোলো ৪ লাখ। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুসারে, দেশে কোভিড-১৯ পজিটিভের সংখ্যা মোট ৪,১০,৪৬১। আর সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২,২৭,৭৫৫ জন। এ যাবৎ কোভিড-১৯ সংক্রমণে দেশে মৃত্যু হয়েছে ১৩,২৫৪ জনের।

Advertisment

করোনার কারণে এবার আন্তর্জাতিক যোগ দিবের অনুষ্ঠানও ভার্চুয়াল প্রক্রিয়ায় পালিত হয়। এবারের থিম ছিল, 'বাড়িতে যোগ ও পরিবারের সঙ্গে যোগ'। এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী করোনা রোধে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে যোগাভ্যাসের কার্যকারিতার কথা বলেছেন। তাঁর মতে, 'ভালো স্বাস্থ্যই আশার আলো দেখায়। স্বাস্থ্যকর ও উন্নত মানবিকতার স্ফুরণ ঘটতে আর বেশি দেরি নেই। আর এতে সহায়তা করবে যোগাভ্যাস।'

বিশ্বব্যাপী করোনা প্রকোপ। পৃথিবীতে ৮.৭ লাখের উপর মানুষ করোনা আক্রান্ত। মৃত্যু হয়েছে প্রায় ৪.৬ লক্ষ মানুষের। করোনার প্রতিষেধকতৈরিতে চলতি বছরের শেষ সাফল্য আসবে বলে আশা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Live Blog

Coronavirus Lockdown Situation In India-West Bengal Kolkata Updates. করোনা-লকডাউন পরিস্থিতির সব খবর জানতে চোখ রাখুন এখানে...



























14:56 (IST)21 Jun 20










































স্কুল বন্ধ, শিক্ষকরা এখন কেউ চাষী, কেউ হকার

ভাইরাস সংক্রমণে অর্থনৈতিক কর্মকান্ড প্রায় স্তব্ধ হয়ে গিয়েছে। রুটি রুজি হারিয়ে পথে নামতে বাধ্য হয়েছে আমজনতা। সংক্রমণের তোয়াক্কা না করেই। মাঝারি ও ক্ষুদ্র শিল্পে যেমন আঘাত এসেছে। তেমন দেশ দেখেছে সাম্প্রতিক সময়ের সবথেকে বড় পরিযায়ী মিছিল। পড়ুন বিস্তারিত

11:23 (IST)21 Jun 20










































দক্ষিণ কোরিয়ায় নতুন করে সংক্রমিত ৪৮ জন

দক্ষিণ কোরিয়ায় নতুন করে ৪৮ জনের শরীরে করোনা জীবাণু মিলেছে। এদের মধ্যে ১২ জন সিওলের বাসিন্দা। মে মাস থেকেই সিওল দক্ষিণ কোরিয়ায় করোনা সংক্রমণের ভরকেন্দ্রে পরিণত হয়েছে। এছাড়াও ১০ জন সংক্রমিত হয়েছেন রয়েছে ডেংজন শহরে। দেশজুড়ে ভাইরাস ক্রমশ ছড়িয়ে পড়ছে বলে আশঙ্কা করছে প্রশাসন।

11:23 (IST)21 Jun 20










































দক্ষিণ কোরিয়ায় নতুন করে সংক্রমিত ৪৮ জন

দক্ষিণ কোরিয়ায় নতুন করে ৪৮ জনের শরীরে করোনা জীবাণু মিলেছে। এদের মধ্যে ১২ জন সিওলের বাসিন্দা। মে মাস থেকেই সিওল দক্ষিণ কোরিয়ায় করোনা সংক্রমণের ভরকেন্দ্রে পরিণত হয়েছে। এছাড়াও ১০ জন সংক্রমিত হয়েছেন রয়েছে ডেংজন শহরে। দেশজুড়ে বাইরাস ক্রমশ ছড়িয়ে পড়ছে বলে আশঙ্কা করছে প্রশাসন।

11:08 (IST)21 Jun 20










































২৪ ঘন্টায় করোনায় মৃত ৩০৬

ভারতে মোট আক্রান্তের সংখ্যা পেরোলো ৪ লাখ। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুসারে, দেশে কোভিড-১৯ পজিটিভের সংখ্যা মোট ৪,১০,৪৬১। গত ২৪ ঘন্টায় ভারতে করোনা সংক্রমিত হয়েছেন ১৫,৪১৩ জন। আর সংক্রমণ সারিয়ে মোট সুস্থ হয়ে উঠেছেন ২,২৭,৭৫৫ জন। এ যাবৎ কোভিড-১৯ সংক্রমণে দেশে মৃত্যু হয়েছে ১৩,২৫৪ জনের। গত ২৪ ঘন্টায় প্রাণ গিয়েছে ৩০৬ জনের।

শিশুরোগ চিকিৎসা (পেডিয়াট্রিকস) জার্নালে যে তথ্য প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে সদ্যজাত বাচ্চাদের ক্ষেত্রে প্রাথমিক উপসর্গ খুবই মৃদু। অনেকসময় উপসর্গ হিসেবে জ্বর দেখা যায় সদ্যজাতদের শরীরে। শ্বাসযন্ত্রে কোনওরকম সমস্যা দেখা যায়নি এখনও পর্যন্ত। সেই কারণে শিশুদের শরীরে গুরুতর প্রকাশ পায়নি কোভিড-১৯, এমনটাই জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের এই প্রকাশিত জার্নালের অন্যতম লেখিকা লীনা মিথাল।

সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্যাক্টিভ কেসের সংখ্যা ২ হাজার ৩৮। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৭৪০), হাওড়া (৫৬৩), দক্ষিণ ২৪ পরগনা (৩৪৯), হুগলি (২৫৫)।

coronavirus corona virus corona
Advertisment