সম্পূর্ণ লকডাউনের পথে হাঁটতে পারে কেরালা, এমন ইঙ্গিতই দিলেন সে রাজ্য়ের মুখ্য়মন্ত্রী পিনারাই বিজয়ন। কেরালায় দৈনিক সংক্রমণ হাজারের গণ্ডি পেরিয়েছে। ১ হাজার ৩৮টি পজিটিভ কেস মেলার পরই লকডাউন জারি নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে কেরালা সরকার।
এদিকে সোমবারের তুলনায় মঙ্গলবার দেশজুড়ে সংক্রমণের মাত্রা কিছুটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমিতের সংখ্যা ৩৭,৭২৪ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে পৌঁছে গিয়েছে ১১ লক্ষ ৯২ হাজার ৯১৫ জন। স্বাস্থ্যমন্ত্রক প্রকাশিত তথ্য অনুসারে দেশে মোট সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা ৭,৫৩,৫০ জন ও করোনা অ্যাক্টিভ রোগী রয়েছেন ৪,১১,১৩০ জন। ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা ২৮,৭৩২।
বিশ্বজুড়ে সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প জানিয়েছেন যে, ‘দৈনিক নমুনা পরীক্ষার নিরিখে আমেরিকার পরেই রয়েছে ভারত। আমরা দৈনিক ৫০ মিনিয়ান করে পরীক্ষা করছি, সেখানে ভারতে পরীক্ষার হার প্রত্যেকদিন গড়ে ১৫ মিলিয়ান।’ ২৪ ঘণ্টায় এ দেশে কোভিড প্রায় দেড় কোটি মানুষের নমুনা পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে আইসিএমআর।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
Live Blog
Coronavirus Lockdown Situation In India-West Bengal Kolkata Updates. করোনা-লকডাউন পরিস্থিতির সব খবর জানতে চোখ রাখুন এখানে…
পশ্চিমবঙ্গে সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্যাক্টিভ কেসের সংখ্যা ৫ হাজার ৬২৪। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৪১৬০), হাওড়া (১৬৯৮), দক্ষিণ ২৪ পরগনা (১৪৭২), মালদা (৬৬৬), হুগলি (৮০৬)।
সম্পূর্ণ লকডাউনের পথে হাঁটতে পারে কেরালা, এমন ইঙ্গিতই দিলেন সে রাজ্য়ের মুখ্য়মন্ত্রী পিনারাই বিজয়ন। কেরালায় দৈনিক সংক্রমণ হাজারের গণ্ডি পেরিয়েছে। ১ হাজার ৩৮টি পজিটিভ কেস মেলার পরই লকডাউন জারি নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে কেরালা সরকার।
যেসব করোনা রোগীর মৃদু উপসর্গ রয়েছে, তাঁদের শরীরে করোনার বিরুদ্ধে লড়াই করা অ্য়ান্টিবডির মাত্রা প্রথম তিন মাসে দ্রুতহারে কমতে পারে। এক গবেষণায় দেখা গিয়েছে, প্রতি ৭৩ দিনে অ্য়ান্টিবডির মাত্রা কমে অর্ধেক হয়ে যেতে পারে। এই হারে অ্য়ান্টিবডির মাত্রা কমতে থাকলে, অন্তত এক বছর শরীর থেকে গায়েব হয়ে যেতে পারে অ্য়ান্টিবডি। ইউনিভার্সিটি অফ ক্য়ালিফোর্নিয়া লস অ্য়াঞ্জলেসের বিজ্ঞানীরা এমনটাই জানাচ্ছেন।
গোটা পৃথিবীতে করোনা আক্রান্তের সংখ্যা ১৫ মিলিয়ান ছাড়াল। সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য অনুসারে বর্তমানে বিশ্বে কোভিড আক্রান্তে সংখ্যা ১৫,০০৯,২১৩৪ জন। প্রতিবছর ইনফ্লুয়েঞ্জা জ্বরে পৃথিবীতে যত মানুষ আক্রান্ত হন এই মুহূর্তে করোনা সংক্রমিতের সংখ্যা প্রায় তার তিন গুণ। করোনায় প্রাণ গিয়েছে প্রায় ৬ লাখের বেশি মানুষের।
বাংলায় করোনার থাবা অব্য়াহত। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২,২৬১ জন। এ নিয়ে মঙ্গলবার পর্যন্ত রাজ্য়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭,০৩০। বাংলায় করোনায় যাক্টিভ কেসের সংখ্যা ১৭,৮১৩। এদিকে, গত ২৪ ঘণ্টায় বাংলায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মৃত বেড়ে হয়েছে ১১৮২। অন্যদিকে, করোনাকে হারিয়ে একদিনে বাংলায় সুস্থ হয়েছেন ১৬১৭ জন। সবমিলিয়ে বাংলায় এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ২৮ হাজার ৩৫ জন। রাজ্য়ে সুস্থতার হার ৫৯.৬১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে ৬৪৮ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা ২৮,৭৩২। ভারতে করোনায় মৃত্যুহার ২.৪১ শতাংশ। দেশে মৃত্যুহার প্রতিদিন কমছে। এই পরিসংখ্যান ইতিবাচক বলে জাচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।