করোনাভাইরাস পরিস্থিতি, লকডাউনের পরবর্তী দফা নিয়ে রাজ্যগুলোর থেকে মতামত জানতে চেয়ে সব মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিগত কয়েক দিনে যে গতিতে দেশে সংক্রমণ বাড়ছে, তাতে লকডাউন তুলে দিলে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যগুলি লকডাউনের মেয়াদ বৃদ্ধির পক্ষে, না কি লকডাউন প্রত্যাহার বা শিথিলের পক্ষে, সে ব্যাপারেই মুখ্যমন্ত্রীদের মত জানতে চান শাহ। এর ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্র।
Advertisment
এই লকডাউন হওয়ার ফলে অনেকটাই উপকৃত হয়েছে দেশ। করোনা সংক্রমণ অনেকটা কম ছড়িয়েছে, স্বাস্থ্যমন্ত্রকের তরফে বিবৃতিতে এমনটাই জানান হয়েছিল। দেশে নতুন করে আক্রান্ত হয়েছে ৬৫০০ জন।বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ১ লক্ষ ৫৮ হাজার ৩৩৩। এখনও পর্যন্ত কোভিড ভাইরাসে মৃত্যু হয়েছে ৪৫৩১ জনের। তাৎপর্যপূর্ণভাবে গত একসপ্তাহ ধরে প্রতিদিনই দেশে নতুন করে আক্রান্ত হচ্ছেন ৬ হাজারেরও বেশি মানুষ।
এদিকে গত ২৪ ঘন্টায় দিল্লি, মহারাষ্ট্রে কোভিড সংকট গুরুতর। এই দুই রাজ্যেই গত ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক আক্রান্ত হয়েছে। বুধবার দিল্লিতে এক দিনে আক্রান্ত হয়েছে ৭৯২ জন। মোট আক্রান্তের সংখ্যা ১৫,২৫৭। তবে এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭,২৬৪ জন। মৃত্যু সংখ্যা ৩০৩। অন্যদিকে, মহারাষ্ট্রে বুধবার একদিনে মৃত্যু হয়েছে ১০৫ জনের। যা এখনও পর্যন্ত রেকর্ড। মোট মৃত্যু হয়েছে ১৮৯৭ জনের। একদিনে সেনা-রাজ্যে আক্রান্ত হয়েছে ২১৯০ জন।
Read the story in English
Advertisment
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
Live Blog
Coronavirus Lockdown Situation In India-West Bengal Kolkata Updates. করোনা-লকডাউন পরিস্থিতির সব খবর জানতে চোখ রাখুন এখানে...
Highlights
22:15 (IST)28 May 20
মুখ্য়মন্ত্রীদের সঙ্গে শাহের কথা
করোনাভাইরাস পরিস্থিতি, লকডাউনের পরবর্তী দফা নিয়ে রাজ্য়গুলোর থেকে মতামত জানতে চেয়ে সব মুখ্য়মন্ত্রীদের সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
Home Minister Amit Shah speaks to Chief Ministers of all States to ascertain their views on current #COVID19 crisis, its containment and the next phase of lockdown. @IndianExpress
করোনা পরীক্ষা প্রসঙ্গে কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের
দেশে প্রতিদিনই ৬ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হচ্ছে কোভিড-১৯ ভাইরাসে। সেই আবহে ‘কেন বেসরকারি হাসপাতালগুলি করোনা আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করছে না?’ সেই প্রসঙ্গে বুধবার কেন্দ্রকে প্রশ্ন করল সুপ্রিম কোর্ট।ভারতের প্রধান বিচারপতি এস এ বোবদে, বিচারপতি এসএস বোপান্না এবং হৃষীকেশ রায়ের বেঞ্চের তরফে এই মামলার শুনানি করা হয়। কেন্দ্রের কাছে ‘বেসরকারি/কর্পোরেট হাসপাতালে কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য ব্যয় সম্পর্কিত নিয়মকানুন জানতে চাওয়া হয়েছিল’। সেই মামলার শুনানিতে আদালতের তরফে বলা হয় যে সব বেসরকারি হাসপাতালে কোভিড চিকিৎসা চলছে সেগুলি চিহ্নিত করে খুব কম মূল্যে অথবা সম্ভব হলে বিনামূল্যে চিকিৎসা দিতে। বিস্তারিত পড়ুন, ‘কেন বিনামূল্যে করোনা চিকিৎসা করছে না বেসরকারি হাসপাতাল?’
" id="lbcontentbody">
10:01 (IST)28 May 20
বৃহস্পতিবার নতুন করে আক্রান্ত হলেন ৬৫০০ জন
" id="lbcontentbody">
08:40 (IST)28 May 20
করোনা আক্রান্ত দেশে কতটা কম সংক্রমণ?
সংখ্যা কম হলেও কিছু রাজ্যে নভেল করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির হার উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আসা, ছত্তিসগড়, উত্তরাখণ্ড, ত্রিপুরা, ঝাড়খণ্ড, হিমাচলপ্রদেশের মত রাজ্যে মহারাষ্ট্র বা তামিনাড়ুর চেয়ে সংখ্যা কম হলেও গত কয়েকদিন যাবৎ সে সংখ্যা বেশ ভালই বাড়ছে। গত এক সপ্তাহে আসামে প্রায় ১৪০ জনের নতুন সংক্রমণের ফলে সেরাজ্যে মোট সংক্রমিত এখন ৩৬০, এবং উত্তরাখণ্ডে সংখ্যাটা ১০০ থেকে ৪০০-তে পৌঁছিয়েছে। ত্রিপুরা, হিমাচলপ্রদেশ, ঝাড়খণ্ড এবং গোয়াতেও একই রকম ঘটনা ঘটছে। প্রায় সব ক্ষেত্রেই এই সংক্রমণ দেখা যাচ্ছে যাঁরা চলাচল শুরু করেছেন তাঁদের মধ্যে, বিশেষ করে অন্যত্র কর্মরত যাঁরা নিজেদের শহরে বা গ্রামে ফিরছেন, তাঁদের মধ্যে। এই সমস্ত রাজ্যগুলিতেই বৃদ্ধির হার জাতীয় স্তরে বৃদ্ধির হারের চেয়ে বেশি। বিস্তারিত পড়ুন, কয়েকটি রাজ্যে সংক্রমণের সংখ্যা কম, কিন্তু বৃদ্ধির হার অত্যধিক
08:38 (IST)28 May 20
ফের মৃত্যু পরিযায়ী শ্রমিকের!
ভিনরাজ্যে থেকে ঘরে ফেরার পথে বাসেই মৃত্যু হল বাংলার পরিযায়ী শ্রমিকের। মৃত শ্রমিকের দেহের সঙ্গেই এক বাসে করে রাজ্য়ে ফিরলেন বাংলার পরিযায়ীদের একটা দল। জানা যাচ্ছে, মহারাষ্ট্র থেকে ৩৫ জন পরিযায়ী শ্রমিক ও তাঁদের পরিবারকে নিয়ে পশ্চিম মেদিনীপুরের পিংলার উদ্দেশে রওনা দিয়েছিল একটি বাস। ওই বাসেই মঙ্গলবার মৃত্যু হয় পিংলার এক বাসিন্দার। ঠিক কী হয়েছে পড়ুন, মহারাষ্ট্র থেকে বাড়ি ফেরার পথে বাসে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের
" id="lbcontentbody">
07:55 (IST)28 May 20
ফের ট্রেন তরজা কেন্দ্র রাজ্যের
রাজ্যকে না জানিয়েই পরিযায়ী শ্রমিকদের ফেরত পাঠানো হচ্ছে শ্রমিক স্পেশাল ট্রেনে, মঙ্গলবার কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের পর বুধবার নবান্নে এই একই অভিযোগ জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমফান-পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করতে নবান্নে আয়োজিত প্রশাসনিক বৈঠকে একথা বলেছেন মমতা। তাঁর বক্তব্য, “রাজ্যকে কনসাল্ট না করে রাজনৈতিক মর্জি মতো পরিযায়ীদের ফেরত পাঠাচ্ছেন। দুর্যোগ সামলাব, মানুষের দুর্ভোগ সামলাব, না আপনাদের চাপিয়ে দেওয়া রাজনীতি সামলাব? একদিকে তোমরা লকডাউন করবে, আর একদিকে রেল রেলের মতো চলবে?” ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রীন মমতা? পড়ুন, রাজ্যকে না জানিয়েই আসছে শ্রমিক স্পেশাল, মোদীর হস্তক্ষেপ চাইলেন মমতা
" id="lbcontentbody">
07:18 (IST)28 May 20
কবে চালু হবে রেল ও মেট্রো পরিষেবা?
করোনা অতিমারীর জেরে দেশ জোড়া চতুর্থ পর্যায়ের লকডাউন ৩১ মে শেষ হচ্ছে। কেন্দ্রের দেওয়া রোডম্যাপ সামনে রেখে রেল আগামী ১ জুন থেকে ধাপে ধাপে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করার পরিকল্পনা করেছে। অন্যদিকে মেট্রোরেল এখনও কেন্দ্রের সবুজ সংকেত পায়নি।একবার দেখে নেওয়া যাক রেলওয়ে পরিষেবা শুরুর ব্যাপারে কী পরিকল্পনা নেওয়া হয়েছে? পড়ুন সবিস্তারে, চতুর্থ দফার লকডাউন শেষে রেল ও মেট্রো পরিষেবা চালুর বিস্তারিত পরিকল্পনা
লকডাউনের চতুর্থ ধাপে রাজ্যের মধ্যেই এক জায়গা থেকে অন্য জায়গা যেতে পারবেন আপনি। অর্থনৈতিক দিক থেকে যে চাপ সৃষ্টি হয়েছে। সেই চাপ লঘু করতেই বেশ কিছু পরিষেবায় ছাড় ঘোষণা করেছে কেন্দ্র। জরুরি প্রয়োজন হলে মানুষ এখন নিজের শহরে যেতে পারবেন। কিন্তু রাজ্যের মধ্যেই যাতায়াত করতে পারবেন। পাশাপাশি প্রয়োজন ই-পাস।ই পাস পেতে আপনাকে যেতে হবে রাজ্য সরকারের ওয়েবসাইটে। (http://serviceonline.gov.in/epass/)। এখানে ই পাসের জন্য ই পাসের আবেদন করতে পারবেন আপনি। সবিস্তারে পড়ুন, পশ্চিমবঙ্গের মধ্যে যাতায়াত করার জন্য ই-পাস পাবেন কোথায় ?
করোনাভাইরাস পরিস্থিতি, লকডাউনের পরবর্তী দফা নিয়ে রাজ্য়গুলোর থেকে মতামত জানতে চেয়ে সব মুখ্য়মন্ত্রীদের সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
দেশে প্রতিদিনই ৬ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হচ্ছে কোভিড-১৯ ভাইরাসে। সেই আবহে ‘কেন বেসরকারি হাসপাতালগুলি করোনা আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করছে না?’ সেই প্রসঙ্গে বুধবার কেন্দ্রকে প্রশ্ন করল সুপ্রিম কোর্ট।ভারতের প্রধান বিচারপতি এস এ বোবদে, বিচারপতি এসএস বোপান্না এবং হৃষীকেশ রায়ের বেঞ্চের তরফে এই মামলার শুনানি করা হয়। কেন্দ্রের কাছে ‘বেসরকারি/কর্পোরেট হাসপাতালে কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য ব্যয় সম্পর্কিত নিয়মকানুন জানতে চাওয়া হয়েছিল’। সেই মামলার শুনানিতে আদালতের তরফে বলা হয় যে সব বেসরকারি হাসপাতালে কোভিড চিকিৎসা চলছে সেগুলি চিহ্নিত করে খুব কম মূল্যে অথবা সম্ভব হলে বিনামূল্যে চিকিৎসা দিতে। বিস্তারিত পড়ুন, ‘কেন বিনামূল্যে করোনা চিকিৎসা করছে না বেসরকারি হাসপাতাল?’
সংখ্যা কম হলেও কিছু রাজ্যে নভেল করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির হার উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আসা, ছত্তিসগড়, উত্তরাখণ্ড, ত্রিপুরা, ঝাড়খণ্ড, হিমাচলপ্রদেশের মত রাজ্যে মহারাষ্ট্র বা তামিনাড়ুর চেয়ে সংখ্যা কম হলেও গত কয়েকদিন যাবৎ সে সংখ্যা বেশ ভালই বাড়ছে। গত এক সপ্তাহে আসামে প্রায় ১৪০ জনের নতুন সংক্রমণের ফলে সেরাজ্যে মোট সংক্রমিত এখন ৩৬০, এবং উত্তরাখণ্ডে সংখ্যাটা ১০০ থেকে ৪০০-তে পৌঁছিয়েছে। ত্রিপুরা, হিমাচলপ্রদেশ, ঝাড়খণ্ড এবং গোয়াতেও একই রকম ঘটনা ঘটছে। প্রায় সব ক্ষেত্রেই এই সংক্রমণ দেখা যাচ্ছে যাঁরা চলাচল শুরু করেছেন তাঁদের মধ্যে, বিশেষ করে অন্যত্র কর্মরত যাঁরা নিজেদের শহরে বা গ্রামে ফিরছেন, তাঁদের মধ্যে। এই সমস্ত রাজ্যগুলিতেই বৃদ্ধির হার জাতীয় স্তরে বৃদ্ধির হারের চেয়ে বেশি। বিস্তারিত পড়ুন, কয়েকটি রাজ্যে সংক্রমণের সংখ্যা কম, কিন্তু বৃদ্ধির হার অত্যধিক/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/05/65511covid-quaranitine-centre.jpg)
ভিনরাজ্যে থেকে ঘরে ফেরার পথে বাসেই মৃত্যু হল বাংলার পরিযায়ী শ্রমিকের। মৃত শ্রমিকের দেহের সঙ্গেই এক বাসে করে রাজ্য়ে ফিরলেন বাংলার পরিযায়ীদের একটা দল। জানা যাচ্ছে, মহারাষ্ট্র থেকে ৩৫ জন পরিযায়ী শ্রমিক ও তাঁদের পরিবারকে নিয়ে পশ্চিম মেদিনীপুরের পিংলার উদ্দেশে রওনা দিয়েছিল একটি বাস। ওই বাসেই মঙ্গলবার মৃত্যু হয় পিংলার এক বাসিন্দার। ঠিক কী হয়েছে পড়ুন, মহারাষ্ট্র থেকে বাড়ি ফেরার পথে বাসে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের
রাজ্যকে না জানিয়েই পরিযায়ী শ্রমিকদের ফেরত পাঠানো হচ্ছে শ্রমিক স্পেশাল ট্রেনে, মঙ্গলবার কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের পর বুধবার নবান্নে এই একই অভিযোগ জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমফান-পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করতে নবান্নে আয়োজিত প্রশাসনিক বৈঠকে একথা বলেছেন মমতা। তাঁর বক্তব্য, “রাজ্যকে কনসাল্ট না করে রাজনৈতিক মর্জি মতো পরিযায়ীদের ফেরত পাঠাচ্ছেন। দুর্যোগ সামলাব, মানুষের দুর্ভোগ সামলাব, না আপনাদের চাপিয়ে দেওয়া রাজনীতি সামলাব? একদিকে তোমরা লকডাউন করবে, আর একদিকে রেল রেলের মতো চলবে?” ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রীন মমতা? পড়ুন, রাজ্যকে না জানিয়েই আসছে শ্রমিক স্পেশাল, মোদীর হস্তক্ষেপ চাইলেন মমতা/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/05/52740modi-mamata1.jpg)