চতুর্থদফার লকডাউনের শেষ দিনে ‘মন কি বাত’ অনুষ্ঠানে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী। এদিনই স্বাস্থ্যমন্ত্রক প্রকাশিত পরিসংখ্যানে দেখা গিয়েছে গত ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমণের রেকর্ড তৈরি হয়েছে। ভারতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৮,৩৮০ জন। মোট কোভিড-১৯ পজিটিভ ১,৮২,১৪৩ লক্ষ। ভারতে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫,১৬৪ জনের। গত ২৪ ঘন্টায় মৃত ১৯৩ জন। এ অবস্থায় প্রদানমন্ত্রী বলেন, 'এখন অত্য়ন্ত সতর্ক থাকতে হবে। দেশজুড়ে অর্থনৈতিক কর্মকাণ্ড চালু হয়েছে। তাই ছ’ফুটের দূরত্ব বজায় রাখতে হবে। বাইরে বেরলে মাস্ক ব্যবহার করতেই হবে, আর যতটা সম্ভব বাড়ির মধ্যে থাকতে হবে।' একই সহ্গে তিনি জানান, 'ভারতে করোনা পরিস্থিতির আগের চেয়ে উন্নতি হয়েছে। অন্যসব দেশের তুলনায় এ দেশে করোনায় মৃত্যু হার অনেক কম।' এদিকে, সোমবার থেকেই দেশজুড়ে জারি হবে লকডাউন ৫.০। শনিবারই ঘোষণা করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। তবে, এবার শুধুমাত্র কনটেনমেন্ট জোনে লকডাউন বাড়ানো হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত কনটেনমেন্ট জোনে লকডাউন চলবে বলে শনিবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হল। অন্যদিকে, কনটেনমেন্ট জোনের বাইরে লকডাউন শিথিল করা হচ্ছে, সেখানে খুলছে শপিং মল, হোটেল। তিনটি পর্যায়ে লকডাউন শিথিল করা হয়েছে।
বাংলাতেও করোনার বাড়বাড়ন্ত। করোনা পরিস্থিতিতে বাংলায় লকডাউনের মেয়াদ ২ সপ্তাহের জন্য বাড়ানো হচ্ছে। আগামী ১৫ জুন পর্যন্ত লকডাউন চলবে বলে শনিবার নবান্নের তরফে এক নির্দেশিকায় জানানো হল। কনটেনমেন্টে জোনে সম্পূর্ণ লকডাউন চলবে। আগামী সোমবার থেকে বাংলায় শ্যুটিং শুরু হচ্ছে। পাশাপাশি ৮ জুন থেকে বাংলায় খুলছে শপিং মল, হোটেল, রেস্তোরাঁ।
গোটাবিশ্বে ৬ মিলিয়ান মানুষ করোনা সংক্রমিত। প্রাণ গিয়েছে ৩,৬৬,৮৭৫ জনের। আমেরিকাতেই মৃত্যু হয়েছে ১,০৩,৩৫৩ জনের।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
Live Blog
Coronavirus Lockdown Situation In India-West Bengal Kolkata Updates. করোনা-লকডাউন পরিস্থিতির সব খবর জানতে চোখ রাখুন এখানে...
বাংলায় ১ জুন থেকে ১০০ শতাংশ কর্মী নিয়ে খুলবে চা বাগান, ১০০ শতাংশ কর্মী নিয়ে খুলবে জুটমিল, ক্ষুদ্র, ছোটো, মাঝারি ও বড় কারখানা, চালু হবে নির্মাণ কাজ, আন্তঃরাজ্য সরকারি ও বেসরকারি বাস পরিষেবাও চালু হবে।
রেলের ডিরেক্টর কোভিড-১৯ পজিটিভ। তারপরই হোম কোয়ারন্টিনে গেলেন রেলের ২৯ অফিসার। এর মধ্যে রয়েছেন অ্যাডিশনাল মেম্বার, রেলওয়ে বোর্ডের আধিকারিক, চার জন যুগ্ম সচিব পর্যায়ের আধিকারিকও।
সোমবার থেকেই মন্দির, মসজিদ খোলার ছাড় দিয়েছে রাজ্য় সরকার। তবে, সরকারি নির্দেশের ব্য়াখ্য়া না মেলা পর্যন্ত কলকাতার সব মসজিদ আপাতত বন্ধ রাখার পক্ষেই ইমামদের সংগঠন। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রকেও নির্দেশিকা জারি করে জানিয়েছে, ৮ জুন থেকে সব ধর্মীয়স্থান খোলা যেতে পারে। পড়ুন বিস্তারিত
চতুর্থ দফার লকডাউনে দেশে করোনা সংক্রমণের হার সবচেয়ে বেশি। গত ১৮ মে থেকে রবিবার সকাল আটটা পর্যন্ত কোভিড সংক্রমিত হয়েছেন ৮৫,৯৭৪ জন। আজ রাত ১২ টায় শেষ হচ্ছে চতুর্থ দফার লকডাউনের মেয়াদ। এখনও পর্যন্ত দেশে করোনা সংক্রমিত ১.৮২ লাখের কিছু বেশি মানুষ। লকডাউনের চতুর্থ পর্বে সংক্রমণের হার দেশের মোট কোভিড-১৯ পজিটিভের প্রায় ৪৭ শতাংশ।
প্রথম পর্যায়ের ২১ দিনের লকডাউনে সংক্রমিত হয়েছিলেন ১০,৮৭৭ জন। দ্বিতীয় পর্যায়ে তা বেড়ে হয় ৩১,০৯৪ জন। তৃতীয় পর্বে আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৫৩,৬৩৬। করোনা সংক্রমণের বিচারে বিশ্বের প্রথম দশ দেশের মধ্যে ভারতের স্থান নবম।
করোনা ঠেকাতে বেঙ্গালুরুর বিদ্যার্থী ভবন রেস্তোরাঁয় অভিনব আয়োজন।
করোনা গোষ্ঠী সংক্রমণের ইঙ্গিত দিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপটেন অমরিন্দর সিং। ৩০ জুন পর্যন্ত পাঞ্জাবে লকডাউন বৃদ্ধির ঘোষণা করেছেন তিনি। বলেছেন, 'শুক্রবার রাজ্যে নতুন করে ২৩ জন আক্রান্ত হয়েছেন। এদের কারোর ভ্রমণের ইতিহাস নেই। সতর্ক থাকতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ সময়।' তবে লকডাউন ৫.০ বিধিনিষেধ শিথিল হবে বলে ইতিমদ্যেই জানিয়েছেন অমরিন্দর।
পশ্চিমবঙ্গ ও ওড়িশায় সুপার সাইক্লোনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু মানুষ গৃহহীন হয়েছেন, কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে। এই দুই রাজ্যের মানুষ সাহসের সঙ্গে এই বিপর্যয়ের বিরুদ্ধে লড়াই করছেন। আমি দুই রাজ্যের ক্ষয়ক্ষতি ঘুরে দেখেছি। বহু সমস্যার মধ্যে রয়েছেন। সমগ্র দেশ এঁদের পাশে রয়েছেন: মোদী
কনটেনমেন্ট জোন ছাড়া লকডাউন শিথিল প্রক্রিয়া শুরুর পথে। অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। তবে ছ'ফুট দূরত্ববিধি মানতে হবে সকলকে। মাস্ক ব্যবহার করতে হবে, যতটা সম্ভব বাড়ির মধ্যে থাকতে হবে: মোদী
গত মাসে মন কি বাতে যখন বক্তব্য রেখেছিলাম তখন প্যাসেনজান ট্রেন, বাস, উড়ান পরিষেবা বন্ধ ছিল। কিন্তু, এখন বিধিনিষেধ শিথিল হয়েছে। নির্দিষ্ট সতর্কতাবিধি মেনে শ্রমিক স্পেশাল সহ অন্যান্য রেল পরিষেবা, উড়ান চালু হয়েছে: মোদী
'আত্মনির্ভর ভারত অভিযান এই দশকে আমাদের দেশকে শীর্ষে পৌঁছে দেবে। তবে, করোনা লকডাউনের ফলে পরিযায়ী শ্রমিক, গরীব মানুষদের অসুবিধা হয়েছে। তাঁদের জন্য কেন্দ্রীয় সরকার পদক্ষেপ করেছে। এই সময় খুব সতর্ক তাকতে হবে সবাইকে।' মন্তব্য প্রঘানমন্ত্রীর।
'ভারতে করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে। অন্যসব দেশের তুলনায় এ দেশে করোনায় মৃত্যু হার অনেক কম।' এদিন 'মন কি বাত' অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী মোদী।
উত্তরাখণ্ডের পর্যটন ও সংস্কতিমন্ত্রী সত্যপাল মহারাজের স্ত্রী করোনা আক্রান্ত। শনিবারই তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে। এদিকে, শুক্রবারই মন্ত্রী মুখ্যমন্ত্রী তেভেন্দ্র সিংয়ের পৌরহিত্যে ক্যাবিনেট বৈঠকে হাজির ছিলেন। ফলে আতঙ্ক বেড়েছে। দেরাদুনের জেলাশাসক বলেছেন, 'নির্দিষ্ট নিয়ম মেনেই কনট্র্যাক ট্রেসিং প্রক্রিয়া শুরু হয়েছে।' পর্যটনমন্ত্রী বা স্ত্রীর কোনও ভ্রমণ ইতিহাস নেই বলেও জানিয়েছেন জেলাশাসক।
করোনা সংক্রমণের জেরে জি৭ সম্মেলন পিছিয়ে দেওয়া হতে পারে। এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি বছর জুন মাসে হওয়ার কথা এই সম্মেলন। তা পিছিয়ে সেপ্টেম্বর বা তারও পরে করা হতে পারে। বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প জানিয়েছেন, এবারের বৈঠকে বিশেষ অতিথি হিসেবে ভারত, রাশিয়া, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়াকে আমন্ত্রণ জানাতে চান তিনি।
* ১ জুন থেকে ১০০ শতাংশ কর্মী নিয়ে খুলবে চা বাগান
* ১ জুন থেকে ১০০ শতাংশ কর্মী নিয়ে খুলবে জুটমিল
* ১ জুন থেকে ১০০ শতাংশ কর্মী নিয়ে খুলবে ক্ষুদ্র, ছোটো, মাঝারি ও বড় কারখানা
* ১ জুন থেকে ১০০ শতাংশ কর্মী নিয়ে চালু হবে নির্মাণ কাজ
* ১ জুন থেকে আন্তঃরাজ্য় সরকারি ও বেসরকারি বাস পরিষেবা চালু। যত সংখ্য়ক বাসে আসন থাকবে, তত সংখ্য়ক যাত্রী উঠতে পারবেন বাসে। দাঁড়িয়ে যাওয়া যাবে না বাসে। যাত্রীদের মাস্ক ও গ্লাভস পরতে হবে।
* ১ জুন থেকে খুলবে ধর্মীয় স্থান। ১০ জনের বেশি ঢুকতে পারবেন না
* ১ জুন থেকে প্রতি ইউনিটে ৩৫ জন কর্মী নিয়ে ইন্ডোর ও আউটডোর টিভি, ফিল্ম শ্য়ুটিং করা যাবে
* ৮ জুন থেকে ৭০ শতাংশ কর্মী নিয়ে খুলবে সরকারি অফিস
* ৮ জুন থেকে খুলবে বেসরকারি অফিস, কত সংখ্য়ক কর্মী নিয়ে কাজ হবে, তা ঠিক করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ওয়ার্ক ফর্ম হোমের পরামর্শ
* ৮ জুন থেকে খুলবে শপিং মল, হোটেল, রেস্তোরাঁ
নবান্নের নির্দেশিকায় বলা হয়েছে, সামাজিক দূরত্ব ও প্রয়োজনীয় স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে
যেসব ক্ষেত্রে পঞ্চম লকডাউনে এখনই ছাড় দেওয়া হচ্ছে না…
* আন্তর্জাতিক উড়ান পরিষেবা
*মেট্রো রেল
*সিনেমা হল
*জিম
*সুইমিং পুল
*বিনোদন পার্ক
*থিয়েটার
*বার
*অডিটোরিয়াম
*অ্যাসেম্বলি
*ধর্মীয় সভা
*রাজনৈতিক সভা
* খেলাধূলা
*সাংস্কৃতিক বা ধর্মীয় অনুষ্ঠান
কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে, উপরোক্ত যেসব ক্ষেত্রে এখনও ছাড় দেওয়া হয়নি, তা চালু করার ব্য়াপারে অগাস্ট মাসে সিদ্ধান্ত নেওয়া হবে। এক্ষেত্রে রাজ্য় ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর।
পঞ্চম দফার লকডাউনে কেন্দ্রীয় নির্দেশিকায় কী ছাড় দেওয়া হল? একনজরে জেনে নিন…
*৮ জুন থেকে খুলবে শপিং মল।
*৮ জুন থেকে খুলবে হোটেল।
*৮ জুন থেকে খুলবে রেস্তোরাঁ।
*৮ জুন থেকে খুলবে ধর্মীয় স্থান।
* আন্তঃরাজ্য যাতায়াতে ছাড়।
*যাত্রীবাহী ট্রেন, শ্রমিক স্পেশাল ট্রেন, ঘরোয়া বিমান পরিষেবায় ছাড়।
*দেশের বাইরে আটকে পড়া ভারতীয়দের ফেরানো যাবে।
*কোনও পণ্যবাহী যানকে আটকাতে পারবে না রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি।
*বিদেশি নাগরিকদের সংশ্লিষ্ট দেশে ফেরানোর প্রক্রিয়া চলবে।
আজ সকাল ১১টায় 'মন কি বাত' অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী মোদী। পঞ্চম লকডাউনের গাইডলাইন ও দ্বিতীয় মোদী সরকারের বর্ষপূর্তি নিয়ে প্রধানমন্ত্রী এখানে বক্তব্য় রাখতে পারেন বলে মনে করা হচ্ছে।
ভারতে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫,১৬৪ জনের। গত ২৪ ঘন্টায় মৃত ১৯৩ জন। মোট কোভিড-১৯ পজিটিভ ১,৮২,১৪৩ লক্ষ।