Advertisment

Coronavirus India highlights: ১০ হাজার টাকা করে দিন পরিযায়ী-অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের: মমতা

সব রেকর্ড ছাপিয়ে গত ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমিতের সংখ্যা ৮,৯০৮ জন। এ দেশে মোট কোভিড-১৯ পজিটিভের সংখ্যা ২,০৭,৬১৪ জন।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata, মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

লকডাউনে বেকারত্ব বাড়ছে। চরম আর্থিক দুর্দশায় পরিযায়ী ও অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা। এবার তাদের আর্থিক সহায়তার দাবি জানিয়ে কেন্দ্রের কাছে আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন টুইটে তিনি লেখেন, 'মহামারীর কারণে মানুষ চরম আর্থিক দুর্দশার সম্মুখীন। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের কাছে আমার আবেদন, পরিযায়ী শ্রমিক ও অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের এককালীন মাথাপিছু ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা করা হোক। পিএম কেয়ারের কিছুটা অংশ এই খাতে ব্য়বহার করা হোক।' বাংলায় করোনার সংক্রমণের হার বেড়েছে। গত ২৪ ঘন্টায় বাংলায় একদিনে সর্বাধিক সংক্রমণ ধরা পড়েছে। নতুন করে ৩৯৬ জনের শরীরে মিলেছে কোভিড ১৯। এ রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬,১৬৮। মৃত ২৬৩ জন। পশ্তিমবঙ্গে করোনা মুক্ত হয়েছেন ২,৪১০ জন।

Advertisment

সব রেকর্ড ছাপিয়ে গত ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমিতের সংখ্যা ৮,৯০৮ জন। ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ পেরিয়েছে। বুধবার সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুসারে এ দেশে মোট কোভিড পজিটিভের সংখ্যা ২,০৭,৬১৪ জন। এর মধ্যে ১,০০,৩০৩ জন সুস্থ হয়ে উঠেছেন। ভারতে সুস্থতার হার বৃদ্ধিকে এক ইতিবাচক ইঙ্গিত বলেমনে করছে স্বাস্থ্যমন্ত্রক। এ দেশে করোনায় প্রাণ গিয়েছে মোট ৫৫,৮১৫ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২১৭ জনের। কমিউনিটি ট্রান্সমিশনের আশঙ্কা উড়িয়ে আইসিএমআর-এর বিজ্ঞানী ডঃ নিবেদিতা গুপ্তার দাবি, 'সংক্রমণের গতি সর্বোচ্চ চূড়ায় পৌঁছতে এখনও দেরি রয়েছে'। গত কয়েকদিন ধরেই প্রায় ৮ হাজার মানুষ রোজই করোনায় আক্রান্ত হয়েছেন। তবুও নিবেদিতা গুপ্তার দাবি, 'প্রতিরোধমূলক নানা পদক্ষেপ খুবই কার্যকরী হয়েছে। অন্যান্য দেশের তুলনায় ভারতের পরিস্থিতি যথেষ্ট ভালো।'

গোটাবিশ্বে প্রায় সাড়ে ৬ কোটি মানুষ করোনাভাইরাসে সংক্রমিত। ভয়ঙ্কর এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৩,৮০,২৫০ জন। কোভিড বিধ্বস্ত আমেরিকায় আক্রান্তের সংখ্যা ১,৮৩১,৮২১ জন ও মৃত ১,০৬,১৮০ জন।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Live Blog

Coronavirus Lockdown Situation In India-West Bengal Kolkata Updates. করোনা-লকডাউন পরিস্থিতির সব খবর জানতে চোখ রাখুন এখানে...



























14:18 (IST)03 Jun 20










































কোভিড-১৯: বয়স্কদের খাদ্যাভ্যাসে বদল

মিশিগান বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখানো হয়েছে কোভিড-১৯ কীভাবে বয়স্ক মানুষদের খাদ্যাভ্যাসে বদল ঘটাতে পারে। এই গবেষণা করা হয়েছে ৫০ বছর বা তার বেশি বয়সীদের আমেরিকানদের ভোটের উপর ভিত্তি করে। ভোট নেওয়া হয় রোগের প্রাদুর্ভাবের পরে, বিশ্ববিদ্যালয় এখন তার রিপোর্ট প্রকাশ করেছে। এতে দেখানো হয়েছে বয়স্ক মানুষদের খাদ্যাভ্যাসের উপর এই অতিমারী কীভাবে প্রভাব ফেলতে পারে।

জাতীয় এই ভোটে দেখা গিয়েছিল কোভিড ১৯ আমেরিকায় হানা দেওয়ার ঠিক আগে আগে ৫০ ও তার বেশি বয়সী আমেরিকান নাগরিকরা বাড়িতে খাবার বানিয়ে নিতে সক্ষম। অর্ধেকের বেশি বয়স্ক মানুষরা সপ্তাহে ৬ থেকে সাতদিন রাতের খাবার বানিয়ে নিতে সক্ষম হওয়ার কারণে তাঁরা অতিমারীর চূড়ান্ত সময়ে তেমন সমস্যায় পড়েননি বলেই মনে করা হচ্ছে।

তবে এই ভোটে এও ইঙ্গিত মিলেছে যে এই বয়স্ক জনগণের মাত্র ৫ শতাংশ অতিমারীর আগে মুদির জিনিস অনলাইনে অর্ডার করতে পারতেন। এর ফলে কোভিড ১৯ সংক্রমণের থেকে তাঁদের এড়ানোর জন্য মুদির কেনাকাটায় তাঁদের অতিরিক্ত সহায়তার প্রয়োজন হবে। পড়ুন বিস্তারিত

" id="lbcontentbody">
12:55 (IST)03 Jun 20










































সংক্রমণের নিরিখে দেশের প্রথম ১০ রাজ্য

publive-image

12:52 (IST)03 Jun 20










































ভারতে আসছে ১০০ ভেন্টিলেটর

ভারতে ভেন্টিলেটর পাঠাতে প্রস্তুত আমেরিকা। আগামী সপ্তাহের মধ্যেই ১০০ ভেন্টিলেটর বোঝাই জাহাজ আমেরিকা থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দেবে। মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর ভিডিও বৈঠক হয়। সেখানেই তাঁর প্রতিশ্রুতি রক্ষায় কথা জানিয়েছেন ট্রাম্প। করোনা মোকাবিলায় ভেন্টিলেটর খুবই গুরুত্বপূর্ণ সরঞ্জাম। গত মাসেই ভারতকে ভেন্টিলেটর দিয়ে সহায়তার কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

টুইটারে প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন, ‘আমি গর্বের সঙ্গে ঘোষণা করছি, আমেরিকা ভারতে আমাদের বন্ধুদের জন্য ভেন্টিলেটর পাঠাবে। এই সংকটের সময় আমরা ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে আছি। আমরা প্রতিষেধক তৈরির কাজেও একে অপরকে সাহায্য করছি। আমরা একসাথে এই অদৃশ্য শত্রুকে বিনাশ করব।’

11:53 (IST)03 Jun 20










































পরিযায়ী ও অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের কেন্দ্রীয় সহায়তার আবেদন মমতার

'মহামারীর কারণে মানুষ চরম আর্থিক দুর্দশার সম্মুখীন। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের কাছে আমার আবেদন, পরিযায়ী শ্রমিক ও অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের এককালীন মাথাপিছু ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা করা হোক। পিএম কেয়ারের কিছুটা অংশ এই খাতে ব্য়বহার করা হোক।' বুধবার পরিযায়ী শ্রমিক ও অসংগঠিত ক্ষেত্রে কর্মরতদের সহায়তার আবেদন জানিয়ে এই টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

11:12 (IST)03 Jun 20










































পশ্চিমবঙ্গে আরও ১৫ করোনা হাসপাতাল

রাজ্যে করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত। মঙ্গলবার একলাফে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩৯৬। একদিকে লকডাউন শিথিল হয়েছে, অন্যদিকে পরিযায়ীরাও ঘরে ফিরছেন। এই পরিস্থিতিতে সংক্রমণ আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা। যা বিবেচনা করে আরও ১৫টি কোভিড-১৯ হাসপাতাল গড়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। মঙ্গলবারই রাজ্য প্রশাসনের তরফে এই ঘোষণা করা হয়েছে।

পশ্চিমবঙ্গ সরকারের তথ্য অনুসারে, বর্তমানে রাজ্যে মোট ৬৯ হাসপাতালে করোনা চিকিৎসা হচ্ছে। এর মধ্যে ১৬টি রাজ্য সরকার পরিচালিত ও ৫৩টি বেসরকারি হাসপাতাল। পড়ুন বিস্তারিত

11:09 (IST)03 Jun 20










































সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মদ বিক্রির অনুমতি

সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মদ বিক্রির অনুমতি দিল কর্নাটক সরকার। বিয়ার বিক্রি করতে ছাড় দেওয়া হয়েছে মাইক্রো বেভারেজ সংস্থাগুলোকে। আগামী ৩০ জুন পর্যন্ত সেরামিক বা স্টিলের পাত্রে ২ লিটার পর্যন্ত মদ বিক্রি করতে পারবে মাইক্রো বেভারেজ সংস্থাগুলো। লকডাউন-বিধি বজায় রেখে বার ও রেস্তোরাঁগুলোকে মদ মজুত ও বিক্রিতে করার অনুমতি দিয়েছে রাজ্য় সরকার।

10:47 (IST)03 Jun 20










































গত ২৪ ঘন্টায় মৃত ২১৭ জন

বুধবার সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুসারে এ দেশে মোট কোভিড পজিটিভের সংখ্যা ২,০৭,৬১৪ জন। এর মধ্যে ১,০০,৩০৩ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমিতের সংখ্যা ৮,৯০৮ জন। এ দেশে করোনায় প্রাণ গিয়েছে মোট ৫৫,৮১৫ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২১৭ জনের।

করোনাভাইরাসের শক্তিক্ষয় হয়েছে! ইটালির এক নামী চিকিৎসকের মন্তব্যে তোলপাড় বিভিন্ন মহল। তবে ইটালির ওই ডাক্তারের বক্তব্য উড়িয়ে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সোমবার হু’র একদল বিশেষজ্ঞ এ প্রসঙ্গে জানিয়েছেন, এখনও এমন কোনও প্রমাণ মেলেনি যে করোনাভাইরাসের শক্তিক্ষয় হচ্ছে। ইটালির সান রাফায়েলে হাসপাতালের ইনটেনসিভ কেয়ারের প্রধান অধ্যাপক আলবার্তো জ্যাংরিলো রবিবার এক টেলিভিশন চ্যানেলে দাবি করেছেন যে নতুন করোনাভাইরাসের অস্তিত্ব আর নেই। কিন্তু হু’র এপিডিমিওলজিস্ট মারিয়া ভন কারখুভ-সহ একাধিক বিশেষজ্ঞ জানিয়েছেন যে জ্যাংরিলোর বক্তব্যের কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই।

বাংলায় সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া ১১০৩। এরপরই রয়েছে হাওড়া (৬৭৫), উত্তর ২৪ পরগনা (৪৮০), হুগলি (১৭১),দক্ষিণ ২৪ পরগনা (১১২)।

coronavirus corona virus corona Lockdown
Advertisment