Advertisment

Coronavirus News Updates: নতুন করে আক্রান্ত ৬৫০০, মোট সংখ্যা পেরোল ১লক্ষ ২৫ হাজার

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে বলা হয়েছে নতুন করে ৬৫০০ জন আক্রান্ত হওয়ায় শনিবার মোট আক্রান্তের সংখ্যা পেরোল ১ লক্ষ ২৫ হাজার ১০১।

author-image
IE Bangla Web Desk
New Update
covid patients recovery

ছবি: গণেশ শীরসেকর, ইন্ডিয়ান এক্সপ্রেস

করোনার প্রকোপ যেন ক্রমশই বেড়েই চলেছে দেশে। এখনও উর্ধ্বমুখী কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই গড়ছে নতুন নতুন রেকর্ড। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে বলা হয়েছে নতুন করে ৬৫০০ জন আক্রান্ত হওয়ায় শনিবার মোট আক্রান্তের সংখ্যা পেরোল ১ লক্ষ ২৫ হাজার ১০১। মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুসারে এখনও পর্যন্ত কোভিড আক্রান্ত হয়ে আছেন ৬৯,৫৯৭। তবে সুস্থ হয়ে উঠেছেন ৫১৭৮৩ জন।

Advertisment

এদিকে, পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কোভিড ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ করতে দুই মাসব্যাপী দেশব্যাপী লকডাউন দ্বারা প্রভাবিত হয়েছেন পরিযায়ী শ্রমিকেরা। তবে শুক্রবারই কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়েছে যে লকডাউনের ফলে দেশে কমপক্ষে ১৪ থেকে ২৯ লক্ষ আক্রান্ত কম হয়েছেন এবং ৩৭ হাজার থেকে ৭১ হাজার মৃত্যু আটকানো সম্ভব হয়েছে।

অন্যদিকে, বিশ্বজুড়ে করোনাভাইরাসের দাপটে ৫০ লক্ষেরও বেশি লোক সংক্রামিত হয়েছে। মৃতের সংখ্যা ৩,৩৮,১৮৩। ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে দেশের উপাসনালয়গুলি প্রয়োজনীয় পরিষেবা র স্থান হিসাবে ঘোষণা করেছেন।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Live Blog

Coronavirus Lockdown Situation In India-West Bengal Kolkata Updates. করোনা লকডাউন পরিস্থিতির সব খবর জানতে চোখ রাখুন এখানে...














13:08 (IST)23 May 20





















ফের জিএসটির উপর বসবে কর? কিন্তু কেন?

করোনা ভাইরাসের থাবায় মুখ থুবড়ে পড়েছে কাশ্মীর থেকে কন্যাকুমারী আসাম থেকে গুজরাট। দেশের পাশাপাশি রাজ্যেরও অর্থনৈতিক পরিস্থিতি চরমে। এই করোনা অতিমারীতে দেশের অর্থনৈতিক হাল ফেরাতে কেরালার মতোই জিএসটির উপর দুর্যোগ কর বসানোর পথ ধরতে পারে কেন্দ্র। প্রসঙ্গত, ২০১৮ সালে কেরালায় বন্যার পর বিপর্যয় ত্রাণ কর লাগু করেছিল সে রাজ্যের সরকার। সবিস্তারে পড়ুন- কোভিড সংকট মেটাতে জিএসটির উপর দুর্যোগ কর বসানোর পরিকল্পনা অর্থমন্ত্রকের

11:43 (IST)23 May 20





















হাইড্রোক্লোরোকুইন ব্যবহারে নয়া অ্যাডভাইজারি

দেশে যেভাবে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা সেই আবহে হাইড্রোক্লোরোকুইন ব্যবহারে নয়া নির্দেশিকা প্রকাশ করল কেন্দ্র।

11:40 (IST)23 May 20





















আমফানের মধ্যেই বাংলায় বাড়ছে করোনা

বাংলায় করোনার দাপট যেন থামছেই না। এ রাজ্য়ে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২০০ ছুঁই ছুঁই। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে ১৩৫ জনের শরীরে কোভিড ১৯ মিলেছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে হয়েছে ৩ হাজার ৩৩২। বাংলায় করোনায় মৃত বেড়ে হয়েছে ১৯৩। এই মুহূর্তে রাজ্যে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ হাজার ৮৪৬। বাংলায় করোনায় সুস্থ হয়েছেন ১ হাজার ২২১ জন, রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য জানা গিয়েছে। বিস্তারিত পড়ুন- বাংলায় করোনায় মৃত দুশো ছুঁই ছুঁই, মোট আক্রান্ত ৩,৩৩২

" id="lbcontentbody">
11:36 (IST)23 May 20





















স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট

publive-image

একটি সমীক্ষার প্রাথমিক খতিয়ানে দেখা যাচ্ছে যে ভারতের ১২টি রাজ্যের যাঁরা ফসল কেটেছিলেন তাঁদের ৬০ শতাংশ লোকসানের মুখে পড়েছেন এবং তাঁদের দশজনের মধ্যে একজন গত মাসে ফসল কাটতে পারেননি। কৃষকদের ৫৬ শতাংশ জানিয়েছেন লকডাউনের ফলে তাঁদের পরবর্তী চাষের বীজ রোপণের প্রস্তুতিতে সমস্যা হয়েছে।এই সার্ভেতে দেখা গিয়েছে কৃষিজমির পরিমাণের সঙ্গে খাদ্যের নিরাপত্তাহীনতার ব্যাপক সম্পর্ক রয়েছে এবং গত মাসে বড় কৃষকদের তুলনায় ভূমিহীন কৃষকরা ১০ গুণ বেশিবার খাবারহীন থেকেছেন। সবিস্তারে পড়ুন- লকডাউনে দেশের কৃষকরা যেসব চ্যালেঞ্জের মুখে
coronavirus Lockdown Migrant labourer
Advertisment