Coronavirus India Updates: দৈনিক আক্রান্তের সংখ্যা বেশ কিছু ধরেই ৫০ হাজারের নীচে ছিল। বৃহস্পতিবার মৃত্যু কিছুটা কমলেও ফের বাড়ল সংক্রমণ। বৃহস্পতিবারে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণের প্রকাশিত প্রতিবেদন অনুসারে, গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৮৯২ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮১৭ জনের।
ভারতে এখন মোট আক্রান্তর তুলনায় অ্যাক্টিভ আক্রান্তের হার ১.৫০ শতাংশ। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.১৮ শতাংশ। দেশে টানা ১৭ দিন ধরে পজিটিভিটি রেট রয়েছে ৩ শতাংশের কম। দেশজুড়ে প্রায় ৩৫ কোটি ৪৮ লক্ষ করোনা টিকা দেওয়া হয়েছে।
এরইমধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৯৮ লক্ষ ৪৩ হাজার ৮২৫ জন। একদিনে সুস্থতার সংখ্যা ৪৪ হাজার ২৯১।
দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৭ লক্ষ ৯ হাজার ৫৫৭ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৫ হাজার ২৮ জন। বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৪৩ হাজার ৭৩৩ জন। মৃতের সংখ্যা ছিল ৯৩০।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন