Advertisment

Coronavirus India: ১ লক্ষ মৃত্যু ছাড়াল মহারাষ্ট্রে! দেশে কমছে অ্যাক্টিভ রোগীর সংখ্যা

Coronavirus India: সুস্থ হয়েছেন ২ লক্ষ ৭ হাজার ৭১ জন। সক্রিয় রোগীর সংখ্যা এক ধাক্কায় প্রায় ৭৭ হাজার কমেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal govt decides to gives corona vaccine at home

বাড়ি-বাড়ি ঘুরে টিকাকরণের উদ্যোগ রাজ্যের।

Coronavirus, Covid-19 Updates: বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার অনেকটাই কমল করোনায় দৈনিক আক্রান্ত এবং অ্যাক্টিভ রোগীর সংখ্যা। কিন্তু মহারাষ্ট্রের মোট মৃত্যুর হিসেব ভয় ধরানো। করোনা কোপে দেশের মধ্যে মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ১ লক্ষের। বৃহস্পতিবারও সে রাজ্যে মৃত্যু হয়েছে ৬৫০ জনের।

Advertisment

এদিকে,কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী শুক্রবার গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩২ হাজার ৩৬৪ জন। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭১৩ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ২ লক্ষ ৭ হাজার ৭১ জন। সক্রিয় রোগীর সংখ্যা এক ধাক্কায় প্রায় ৭৭ হাজার কমেছে। দেশে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা নেমে দাঁড়াল ১৬ লক্ষ ৩৫ হাজার ৯৯৩ এ।

আরও পড়ুন, রাজ্যে এল প্রায় ৮ লক্ষ ভ্যাকসিন, বাড়ির সামনে টিকা দেওয়ার ‘বিশেষ উদ্যোগ’ শুরু

অন্যদিকে, রাজ্যের স্বাস্থ্য দফতর প্রকাশিত বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমণ ধরা পড়েছে ৮ হাজার ৮১১ জনের মধ্যে। বুধবারের তুলনায় গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যাও কমেছে। বৃহস্পতিবার রাজ্যে মৃত্যু হয়েছে ১০৮ জনের।

বুধবারের থেকে বৃহস্পতিবার সংক্রমণের হার কমে হয়েছে ১১.৯৭ শতাংশ। তবে মোট সংক্রমণের হার অতি সামান্য বেড়ে ১১.১০ শতাংশ হয়েছে। রাজ্যে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ১৩ লক্ষ ২৫ হাজার ৮৩৪ জন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus corona COVID-19
Advertisment