Advertisment

স্বস্তি দিয়ে নিম্নমুখী দেশের করোনা গ্রাফ, দৈনিক আক্রান্ত নামল ২ লক্ষের নিচে

দৈনিক মৃত্যুর সংখ্যাও কমেছে সোমবারের তুলনায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Bengal Coronavirus Update

প্রতীকী ছবি

উদ্বেগের মধ্যেও স্বস্তিদায়ক খবর। দেশে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা নামল ২ লক্ষের নিচে। বেশ কিছুদিন পর দৈনিক আক্রান্তের সংখ্যা নামল ২ লক্ষের নিচে। দৈনিক মৃত্যুর সংখ্যাও কমেছে সোমবারের তুলনায়।

Advertisment

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৯৬ হাজার ৪২৭ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬৯ লক্ষ ৪৮ হাজার ৮৭৪ জন।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৫১১ জনের। এখনও পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৭ হাজার ২৩১ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২৫ লক্ষ ৮৬ হাজার ৭৮২।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৩ লক্ষ ২৬ হাজার ৮৫০ জন। দেশে এখনও পর্যন্ত করোনাকে জয় করে সুস্থ হয়েছেন মোট ২ কোটি ৪০ লক্ষ ৫৪ হাজার ৮৬১ জন। মঙ্গলবার পর্যন্ত দেশে মোট ১৯.৮৫ কোটি মানুষের টিকাকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

বিশ্বে এই মুহূর্তে মোট করোনা আক্রান্তের ১৬ শতাংশ ভারতের এবং মৃতের মধ্যে ৯ শতাংশ। সোমবারই দেশে মোট মৃতের সংখ্যা তিন লক্ষ ছাড়িয়েছে। তার ফলে আমেরিকা, ব্রাজিলের পরেই তৃতীয় সর্বাধিক মৃত্যু হল ভারতে।

Coronavirus India Updates
Advertisment