করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা চিন্তা বাড়াচ্ছে। দৈনিক সংক্রমণ কমলেও মৃত্যু চার হাজারের উপরেই থাকছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ১৯৪ জনের। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ২ লক্ষ ৯৫ হাজার ৫২৫।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৫৭ হাজার ২৯৯ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬২ লক্ষ ৮৯ হাজার ২৯০। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২৯ লক্ষ ২৩ হাজার ৪০০, যা শুক্রবারের তুলনায় কম।
গত ২৪ ঘণ্টায় করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৫৭ হাজার ৬৩০। শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৩ লক্ষ ৫৭ হাজার ২৯৫। দেশে মোট সুস্থ হয়েছেন ৩০ লক্ষ ৭০ হাজার ৩৬৫ জন। এখনও পর্যন্ত দেশে মোট ১৯.৩৩ কোটি মানুষের টিকাকরণ হয়েছে।
এদিকে, দেশে টিকা সঙ্কট মেটাতে আগামী সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মার্কিন শীর্ষ আধিকারিক এবং ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থাগুলির সঙ্গে কথা বলবেন জয়শঙ্কর। টিকার ঘাটতি মেটাতে সেই সংস্থাগুলির সঙ্গে ভারতে টিকা আমদানি নিয়ে আলোচনা করবেন তিনি।