/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/04/death-corona.jpg)
দেশে করোনা সুনামি অব্যাহত। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ২৩ হাজার ১৪৪ জন। মৃত্যু হয়েছে ২ হাজার ৭৭১ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ লক্ষ ৫১ হাজার ৮২৭ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২৮ লক্ষ ৮২ হাজার ২০৪ জন।
ভারতে এখনও পর্যন্ত করোনার ভ্যাকসিন নিয়েছেন ১৪ কোটি ৫২ লক্ষা ৭১ হাজার ১৮৬ জন। মোট মৃত্যুর সংখ্যা ১ লক্ষ ৯৭ হাজার ৮৯৪। উল্লেখ্য, টানা কয়েকদিন ধরে ভারতে দৈনিক সংক্রমণ তিন লক্ষ পার করে গিয়েছে। তবে এদিন সংক্রমণের সংখ্যা কিছুটা কম। চিন্তার বিষয় দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা। দেশে সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় দেশে ১৬.৫ লক্ষ নমুনা পরীক্ষা হয়েছে। গত বছর করোনা অতিমারী শুরুর পর থেকে এখনও পর্যন্ত ২৮ কোটি ছাড়িয়েছে কোভিড টেস্টের সংখ্যা।
এদিকে, মঙ্গলবার ভোরে ব্রিটেন থেকে এসে পৌঁছল ৯৫টি অক্সিজেন কনসেন্ট্রেটর এবং ১০০টি ভেন্টিলেটর। ভারতকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছিল ব্রিটেন। এদিন সেই প্রতিশ্রুতি রক্ষা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আরও ভাল খবর, ১ মে ভারতে আসবে রাশিয়ার স্পুটনিক ভ্যাকসিনের প্রথম ব্যাচ।