Advertisment

দৈনিক আক্রান্ত ফের ২ লক্ষ ছাড়াল, দেশে বাড়ল করোনায় মৃত্যু

"এই অতিমারী গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সঙ্কটে মানব সভ্যতা", উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রীর।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দেশের করোনা গ্রাফ ফের ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় বাড়ল দৈনিক সংক্রমণ। ফের ২ লক্ষের উপরে আক্রান্ত হল একদিনে। বাড়ল দৈনিক মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৮ হাজার ৯২১ জন। দেশে মোট আক্রান্ত বেড়ে দাঁড়াল ২ কোটি ৭১ লক্ষ ৫৭ হাজার ৭৯৫।

Advertisment

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ১৫৭ জনের। দেশে মোট মৃত্যু বেড়ে হল ৩ লক্ষ ১১ হাজার ৩৮৮। তবে স্বস্তির খবর, আক্রান্তের থেকে গত ২৪ ঘণ্টায় করোনাজয়ীর সংখ্যা অনেক বেশি। একদিনে দেশে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ২ লক্ষ ৯৫ হাজার ৯৫৫ জন।

দেশে সুস্থতার হার বেড়ে হল ৮৯.৬৬ শতাংশ। সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে হয়েছে ২৪.৯৫ লক্ষ। এদিকে, বুধবার বুদ্ধপূর্ণিমা উপলক্ষে ভার্চুয়াল অনুষ্ঠানে করোনা অতিমারীকে কয়েক দশকের সবচেয়ে ভয়াবহ সঙ্কট হিসাবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন তিনি বলেছেন, "এই অতিমারী গত কয়েক দশকে সবচেয়ে ভয়াবহ সঙ্কট। যাঁরা ভুক্তভোগী, প্রিয়জনদের হারিয়েছেন এই অতিমারীতে তাঁদের প্রতি আমার সমবেদনা জানাই। আমিও তাঁদের সঙ্গে সমব্যথী।"

PM Narendra Modi coronavirus
Advertisment