করোনা অতিমারীর জেরে ছারখার ভারত। দৈনিক মৃত্যুতে ফের দেশে সর্বকালীন রেকর্ড। একদিনে মৃত্যুর সংখ্যা ফের চার হাজার ছাড়াল। বেড়েছে দৈনিক সংক্রমণও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪৮ হাজার ৪২১ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৩৩ লক্ষ ৪০ হাজার ৯৩৮।
ভারতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ২০৫ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২ লক্ষ ৫৪ হাজার ১৯৭ জনের। গত শনিবার দেশে মৃত্যু হয়েছিল ৪ হাজার ১৮৭ জনের। সেটাই ছিল বিশ্বে একদিনে সর্বাধিক মৃত্যু। এদিনের পরিসংখ্যান তাকেও ছাপিয়ে গেল। তবে উদ্বেগের পাশাপাশি আশার খবরও রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৫৫ হাজার ৩৩৮ জন।
দেশে কিছুটা কমেছে সক্রিয় করোনা রোগীর সংখ্যা। সক্রিয় করোনা রোগীর সংখ্যা সামান্য কমে হয়েছে ৩৭ লক্ষ ৪ হাজার ৯৯। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন মোট ১ কোটি ৯৩ লক্ষ ৮২ হাজার ৬৪২ জন। এদিকে, দেশের ৭০০-রও বেশি জেলার মধ্য়ে ৫৩৩টি জেলায় টেস্ট পজিটিভিটি রেট ১০ শতাংশেরও বেশি।
মঙ্গলবার কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী দেখা গিয়েছে, করোনার দ্বিতীয় ঢেউয়ে রেহাই পায়নি গ্রামীণ ভারতও। মোট ১৩টি রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষের বেশি। ছটি রাজ্যে সংখ্যাটা ৫০ হাজারের বেশি এবং ১৭টি রাজ্যে ৫০ হাজারের নিচে। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৮০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।