দৈনিক মৃত্যুতে সর্বকালীন রেকর্ড, দেশে করোনায় মৃতের সংখ্যা ২ লক্ষ পেরোল

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত ৩ লক্ষ ৬০ হাজার ৯৬০ জন। যা বিশ্বে একদিনে রেকর্ড।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত ৩ লক্ষ ৬০ হাজার ৯৬০ জন। যা বিশ্বে একদিনে রেকর্ড।

author-image
IE Bangla Web Desk
New Update
Coronavirus Updates

করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে দেশে। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত ৩ লক্ষ ৬০ হাজার ৯৬০ জন। যা প্রায় বিশ্বে সর্বকালীন রেকর্ড একদিনে। মৃত্যু উদ্বেগ বাড়াচ্ছে দেশে। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৯৩ জনের মৃত্যু হয়েছে ভারতে। দেশে মোট মৃত্যুর সংখ্যা ২ লক্ষ ছাড়াল। বর্তমানে ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২৯ লক্ষ ৭৮ হাজার ৭০৯। দেশে সুস্থ হয়েছেন মোট ১ কোটি ৪৮ লক্ষ ১৭ হাজার ৩৭১ জন।

Advertisment

গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড টেস্ট হয়েছে ১৭ লক্ষেরও বেশি। সংক্রমণের হার ২০ শতাংশ ছাড়িয়েছে। এর অর্থ দেশে কোভিড টেস্ট হওয়া প্রত্যেক ৫ জনের মধ্যে এক জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যেই দেশ জুড়ে চলছে টিকাকরণ। গত ২৪ ঘণ্টায় দেশে টিকা নিয়েছেন ২৫ লক্ষ ৫৬ হাজার ১৮১ জন। ১৬ জানুয়ারি থেকে শুরু হওয়ার পর এখনও অবধি দেশে মোট টিকার ডোজ দেওয়া হয়েছে ১৪ কোটি ৭৮ লক্ষ ২৭ হাজার ৩৬৭।

এদিকে, টিকার ঘাটতি নিয়ে একাধিক রাজ্য সরব হওয়ার পর মঙ্গলবার পাল্টা তথ্য প্রকাশ করে জবাব দিল কেন্দ্র। কেন্দ্র সরকার জানিয়েছে, এখনও ১ কোটি ডোজ সব রাজ্যগুলির কাছে রয়েছে প্রায়োরিটি গ্রুপ অর্থাৎ স্বাস্থ্যকর্মী, ফ্রন্টলাইন ওয়ার্কার, ৪৫ বছরের ঊর্ধ্বদের দেওয়ার জন্। আগামী তিন দিনে আরও ৮৬ লক্ষ টিকার ডোজ রাজ্যগুলিকে সরবরাহ করা হবে। কেন্দ্রের দাবি, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিনামূল্যে ১৫ কোটিরও বেশি টিকার ডোজ সরবরাহ করেছে।

coronavirus