একদিনে করোনার বলি ৪,৫২৯ জন, দৈনিক মৃত্যুতে সর্বকালীন রেকর্ড ভারতে

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৬৭ হাজার ৩৩৪ জন।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৬৭ হাজার ৩৩৪ জন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

করোনায় দৈনিক মৃত্যুতে রোজই রেকর্ড গড়ছে ভারত। বুধবার আগের সব রেকর্ড ভেঙে দিল দৈনিক মৃত্যুর সংখ্যা। তবে স্বস্তির খবর, তিন লক্ষের নিচেই রয়েছে দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪ হাজার ৫২৯ জনের। এখনও পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২ লক্ষ ৮৩ হাজার ২৪৮।

Advertisment

মহারাষ্ট্রে সর্বাধিক মৃত্যু হয়েছে একদিনে। গত ২৪ ঘণ্টায় ওই রাজ্যে মৃত্যু হয়েছে ১৩০০ জনের। তারপরেই রয়েছে কর্ণাটক। সেখানে একদিনে মৃত্যু হয়েছে ৫২৫ জনের।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৬৭ হাজার ৩৩৪ জন। তামিলনাড়়ুতে দেশের মধ্যে সর্বাধিক একদিনে ৩৩ হাজার মানুষ সংক্রমিত হয়েছেন। কর্ণাটক ও কেরালা দুই রাজ্যেই ৩০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।

Advertisment

দেশে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ২ কোটি ৫৪ লক্ষ ৯৬ হাজার ৩৩০। গত ২৪ ঘণ্টায় দেশে করোনাকে জয়ী করে সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৮৯ হাজার ৮৫১ জন। দেশে এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ কোটি ১৯ লক্ষ ৮৬ হাজার ৩৬৩ জন।

দেশে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩২ লক্ষ ২৬ হাজার ৭১৯। কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত মোট ১৮.৫৮ কোটি মানুষের টিকাকরণ হয়েছে।

coronavirus