Coronavirus India Update: গত দু’দিনের তুলনায় ভারতের দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা সামান্য কমেছে। দৈনিক মৃত্যু হারও নিম্নমুখী। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডে আক্রান্ত হয়েছেন ৯১ হাজার ৭০২ জন। মারণ ভাইরাসে একদিনে মৃত হয়েছে ৩ হাজার ৪০৩ জন। বৃহস্পতিবার দৈনিক মৃত্যুর সংখ্যা লাফিয়ে ৬ হাজার পেরিয়ে গিয়েছিল। বাড়ছে করোনায় সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় করোনাজয়ীর সংখ্যা ১ লক্ষ ৩৪ হাজার ৫৮০ জন। এখনও পর্যন্ত দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১১ লক্ষ ২১ হাজার ৬৭১ জনে।
বর্তমানে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯২ লক্ষ ৭৪ হাজার ৮২৩। সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৭৭ লক্ষ ৯০ হাজার ৭৩ জন। মোট মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৬৩ হাজার ৭৯ জনের। বৃহস্পতিবার মৃত্যুর সংখ্যা ঘিরে উদ্বেগ চরমে পৌঁছায়। পরে জানা যায় যে, বিহারে মৃত্যুর হার অনেকটা কম ছিল। যা আদতে অঙ্কের গরমিল। পরে আসল তথ্য-পরিসংখ্যানব সামনে আসতেই বিভ্রান্তি দূর হয়।
শুক্রবার পর্যন্ত ভারতে টিকাকরণ হয়েছে ২৪ কোটি ৬০ লক্ষ ৮৫ হাজার ৬৪৯ জনের।
এদিকে কেন্দ্রীয় রিপোর্ট অনুসারে, মে মাসে টিকাকরণে ভারতের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছে কেরালা ও পশ্চিমবঙ্গ। টিকা নষ্ট কমিয়ে কেরালা যথাক্রমে ১.১০ লক্ষ ডোজ এবং বাংলা ১.৬১ লক্ষ ডোজ বাঁচিয়েছে বলে উল্লেখ রয়েছে কেন্দ্রীয় রিপোর্টে। যেখানে ঝাড়খণ্ডে টিকার ডোজ নষ্টের তালিকায় একেবারে তলানিতে রয়েছে। প্রায় ৩৪ শতাংশ ডোজ নষ্ট করেছে রাজ্য।
করোনা অতিমারীতে শিশুদের সুস্বাস্থ্য নিয়ে চিন্তিত কেন্দ্র। শিশুদের উপর নানারকম পরীক্ষা-নিরীক্ষা করে থেকে বিরত থাকতে বলল কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীনে ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস নয়া গাইডলাইন প্রকাশ করেছে শিশুদের জন্য। শিশুদের চিকিৎসায় রেমডেসিভির এবং সিটি স্ক্যানে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। সেইসঙ্গেই পাঁচ বছরের কম বয়সী শিশুদের মাস্ক ব্যবহারে মানা করা হয়েছে।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন