/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/06/corona-india.jpg)
কমছে সংক্রমণের হার, কিন্তু মৃত্যু ঘিরে উদ্বেগ কাটছে না।
Coronavirus India Update: গত কয়েকদিন ধরেই দেশের দৈনিক করোনা সংক্রমণের হার ৯০ হাজারের গণ্ডিতে ঘোরাফেরা করছিল। যা গত ২৪ ঘন্টায় কমে ৮৫ হাজারের নিচে নেমেছে। গত দু'মাসের বেশি সময়ে যা সর্বনিম্ন।
শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডে আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৩৩২ জন। দৈনিক করোনামুক্ত হয়েছেন ১ লক্ষ ২১ হাজার ৩১১ জন। তবে শুক্রবারের তুলনায় শনিবার সংক্রমণের জেরে প্রাণ হারিয়েছেন বেশি। দৈনিক মৃত্যু হার ৪ হাজার ২ জন।
আরও পড়ুন-Covaxin: আমেরিকায় কোভ্যাক্সিনের ছাড়পত্র খারিজ, নড়েচড়ে বসল নয়াদিল্লি
দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৩ লক্ষ ৫৯ হাজার ১৫৫ জন। এখনও পর্যন্ত দেশে ২ কোটি ৭৯ লক্ষ ১১ হাজার ৩৮৪ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। ধীরে ধীরে কমছে অ্যাকটিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুসারে, বর্তমানে দেশে করোনার চিকিৎসাধীন মোট ১০ লক্ষ ৮০ হাজার ৬৯০ জন। দেশের সংক্রমণের হার ৫ শতাংশের নিচে রয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশে টিকা পেয়েছেন ৩৪ লক্ষ ৩৩ হাজারেরও বেশি জন। এ নিয়ে দেশে মোট টিকা দেওয়া হয়েছে ২৪ কোটি ৯৬ লক্ষেরও বেশি।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন