/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/07/corona.jpg)
ওমিক্রন আতঙ্ক চরমে উঠেছে দেশে। এই আবহে দেশের দৈনিক সংক্রমণ মোটের উপর একই জায়গায় দাঁড়িয়ে।
শিয়রে করোনার তৃতীয় ঢেউয়ের শঙ্কা। তার আগে ভয় ধরাচ্ছে দেশের করোনা গ্রাফ। শুক্রবার দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও বাড়ল মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিত ৪০ হাজার ১২০ জন। মৃত্যু হয়েছে ৫৮৫ জনের। গতকাল এই সংখ্যাটা ছিল পাঁচশোর কাছাকাছি। তবে উদ্বেগ বাড়িয়েছে, মুম্বইয়ে এক বৃদ্ধার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে মৃত্যুর ঘটনা।
দৈনিক সংক্রমণে দেশের মধ্যে শীর্ষে রয়েছে কেরল। দক্ষিণের এই রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১ হাজারের বেশি। দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩.২১ কোটি। দেশে মোট সুস্থ হয়েছেন ৩.১৩ কোটি মানুষ। অ্যাক্টিভ কেস কমে দাঁড়িয়েছে ৩.৮৫ লক্ষে। গত ২৪ ঘণ্টায় ৫৮৫ জনের মৃত্যুর জেরে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৪.৩ লক্ষ।
🚨 🇮🇳 40,120 new cases of #coronavirus infections detected on Thursday. Kerala reported 21,445 new cases
🦠 Active cases come down to 3.85 lakh
🦠 585 deaths on Thursday. 217 of these came from #Maharashtra and 160 from #Kerala. Toll now exceeds 4.3 lakh
- @amitabhsin— Express Explained 😷 (@ieexplained) August 13, 2021
আরও পড়ুন দেশের করোনা-গ্রাফ ঊর্ধ্বমুখী, অ্যাক্টিভ কেসের সংখ্যা বৃদ্ধিতে বাড়ছে উদ্বেগ
উল্লেখ্য, উদ্বেগ বাড়িয়েছে মুম্বইয়ে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের ছোবলে মৃত্যু। বাণিজ্য নগরীতে প্রথম এই প্রজাতির বলি হলেন কেউ। ঘাটকোপারের বাসিন্দা ৬৩ বছরের বৃদ্ধা গত জুলাই মাসে মারা যান। তাঁর নমুনা পরীক্ষার পর ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে। এটা মহারাষ্ট্রের দ্বিতীয় মৃত্যু ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে। এর আগে রত্নাগিরি জেলায় গত ১৩ জুন ৮০ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন