Advertisment

Coronavirus India Update 13 June 2021: এপ্রিলের পর দেশে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ, কমল মৃত্যুও

Coronavirus India Update: গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড সংক্রমিত হয়েছে ৮০ হাজার ৮৩৪ জন।

author-image
IE Bangla Web Desk
New Update
India records 41649 new Covid cases 31 july 2021 active cases rise for 4th day

দেশজুড়ে চলছে টিকাকরণ কর্মসূচি।

Coronavirus India Update Today: দেশে দৈনিক করোনা সংক্রমণের হার ক্রমাগত কমছে। গত ২৪ ঘন্টাতেও সেই ধারা অব্যাহত। বাড়ছে করোনাজয়ীর সংখ্যা। কমছে মৃত্যুও। তবে, তুলনায় বেশ শ্লথগতি। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড সংক্রমিত হয়েছে ৮০ হাজার ৮৩৪ জন। যা গত ৭১ দিনে সর্বনিম্ন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ লক্ষ ৩২ হাজার ৬২ জন। শুক্রবার ভারতে করোনায় প্রাণ গিয়েছিল ৪ হাজারের বেশি মানুষের। কিন্তু, শনিবার তা কমে দৈনিক মৃত্যুর হার দাঁড়িয়েছে ৩ হাজার ৩০৩ জনে। দৈনিক সংক্রমণ কমায় কমছে সক্রিয় করোনা রোগীর সংখ্যাও। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগী রয়েছেন ১০ লক্ষ ২৬ হাজার ১৬৯ জন।

Advertisment

আরও পড়ুন- Bengal Coronavirus Update: ৫ হাজারের নিচে বাংলায় দৈনিক করোনা সংক্রমণ, কমল মৃত্যুও

বর্তমানে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৯৪ লক্ষ ৩৯ হাজার ৮৯৮ জন। সুস্ত হয়ে উঠেছেন আপাতত মৃতের সংখ্যা ২ কোটি ৮০ লক্ষ ৩ লক্ষ ৪৩ হাজার ৪৪৬ জন। দেশে সুস্থতার হার ৯৫.২৫ শতাংশ। মোট মৃত ৩ লক্য ৭০ হাজার ৩৮৪ জন।

আরও পড়ুন- Suvendu Adhikari: ‘দলত্যাগ বিরোধী আইন কার্যকর করে ছাড়ব’, চ্যালেঞ্জ শুভেন্দুর

তৃতীয় ঢেউ আসন্ন। সতর্ক করছেন বিশেষজ্ঞরা। করোনার প্রকোপ কমাতে দেশজুড়ে টিকাকরণে উদ্যোগী কেন্দ্র। এখন পর্যন্ত ভারতে টিকাকরণ হয়েছে মোট ২৫ কোটি ৩১ লক্ষ ৯৫ হাজার ৪৮ জনের।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus Corona Vaccination Corona India Corona in India Coronavirus Pandemic Corona Death
Advertisment