Covid-19 India Update: সামান্য বাড়লো করোনায় দৈনিক সংক্রমণ-মৃত্যুর হার, কমছে সক্রিয় রোগীর সংখ্যা

বুধবার দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩২ হাজার ৭৮৮ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ১ লক্ষ ২৭ হাজার ৫১০ জন।

বুধবার দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩২ হাজার ৭৮৮ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ১ লক্ষ ২৭ হাজার ৫১০ জন।

author-image
IE Bangla Web Desk
New Update
India reports 8,774 new cases 28 November 2021

করোনায় মৃতের সংখ্যা বেশ খানিকটা বেড়ে যাওয়ায় উদ্বেগ।

Covid-19 India Update: আগের দিনের তুলনায় গত ২৪ ঘন্টায় সামান্য বাড়ল দৈনিক সংক্রমণের হার। বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। বুধবার দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩২ হাজার ৭৮৮ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ১ লক্ষ ২৭ হাজার ৫১০ জন। এই পরিসংখ্যান কিছুটা হলেও উদ্বেগ বাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণের হার ৬.৫৭ শতাংশ। তবে, দৈনিক সুস্থতার হার এবং পজিটিভিটি রেট দুটোই রীতি মেনে কমেছে।

Advertisment

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, এদিন নতুন করে সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ১ লক্ষ ১ হাজার ৮৭৫ জন। আপাতত চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৭ লক্ষ ৯৩ হাজার ৬৪৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২ লক্ষ ৩১ হাজার ৭৮৮ জন। এই মুহূর্তে সুস্থতার হার ৯২.৪৮ শতাংশ।

Advertisment

গত ২৪ ঘন্টায় দেশে ফের করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজারের বেশি মানুষের। প্রাণ গিয়েছে ৩ হাজার ২০৭ জনের। মোট মৃত ৩ লক্ষ ৩৫ হাজার ১০২ জন। বর্তমানে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৩ লক্ষ ৭ হাজার ৮৩২ জন। আপাতত চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৭ লক্ষ ৯৩ হাজার ৬৪৫ জন।

করোনাভাইরাসের থাবা থেকে রক্ষা করতে টিকাকরণে জোর দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত টিকা পেয়েছেন ২১ কোটি ৮৫ লাখ ৪৬ হাজার ৬৬৭ জন দেশবাসী।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus Corona India Coronavirus Pandemic Corona Death