দৈনিক মৃত্যুতে রেকর্ড ভারতে। একদিন করোনার বলি ৩,৭৮০ জন। অতিমারী শুরু পর থেকেই এটাই সর্বাধিক মৃত্যু। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩.৮২ লক্ষ মানুষ। মহারাষ্ট্রে ফের ঊর্ধ্বমুখী সংক্রমণ ও মৃত্যু। একদিন ৯০০ জনের মৃত্যু হয়েছে এই রাজ্যে। অন্তত ১৩টি রাজ্যে দৈনিক মৃত্যু ১০০ ছাড়িয়েছে।
দেশে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩৪ লক্ষ ৮৭ হাজার ১৮৮। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৩৮ হাজার ৪৩৯ জন। ভারতে মোট সংক্রমিতের সংখ্যা এখন ২.০৬ কোটির বেশি। মৃত্যু ২ লক্ষ ২৬ হাজার ছাড়িয়েছে। এখনও পর্যন্ত দেশে টিকাকরণ হয়েছে ১৬ কোটিরও বেশি মানুষের।
এদিকে, নমুনা পরীক্ষার ক্ষেত্রে কিটের সমস্যা দেখা দেওয়ায় এ নিয়ে বুধবারই নয়া গাইডলাইন প্রকাশ করেছে ICMR। বলা হয়েছে, আন্তঃরাজ্য পরিবহণের ক্ষেত্রে RT-PCR টেস্ট বাধ্যতামূলক নয়। এমনকী সুস্থ হয়ে ফেরার পর জ্বর না এলে পরীক্ষাও করানোর প্রয়োজন নেই।