Advertisment

Coronavirus India Update: দৈনিক সংক্রমণ কমলেও দেশে বেলাগাম মৃত্যু হার! বাড়ছে চিন্তা

Coronavirus India Numbers: কমছে দৈনিক সংক্রমণ। তবে, দৈনিক মৃত্যু হার ফের ৩ হাজারের বেশি।

author-image
IE Bangla Web Desk
New Update
Coronavirus India Update 5 June 2021

দুটি ডোজের ব্যবধান কমলেই রোখা সম্ভব পরবর্তী ঢেউ।

Coronavirus India Numbers 5 June 2021:কার্যত গৃহবন্দি দেশ। ফলে হওয়ায় ধীরে ধীরে কমছে দৈনিক সংক্রমণ। স্বস্তি দিয়ে নিম্নমুখী অ্যাকটিভ কেসও। ক্রমশ সুস্থতার হার বাড়ছে। তবে, দৈনিক মৃত্যু হারে লাগাম পড়াতে বেগ পেতে হচ্ছে। শুক্রবার করোনায় মৃত্যুর সংখ্যা ফের ৩ হাজার অতিক্রম করেছে। মারণ ভাইরাসে গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৩৮০ জন।

Advertisment

স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত ১ লক্ষ ২০ হাজার ৫২৯ জন। যা গত ৫৬ দিনে সর্বনিম্ন। বর্তমানে দেশে করোনার চিকিৎসাধীন মোট ১৫ লক্ষ ৫৫ হাজার ২৪৮ জন। দৈনিক করোনাজয়ীর সংখ্যা ১ লক্ষ ৯৭ হাজার ৮৯৪ জন। দেশে সংক্রমণের বৃদ্ধির হার ৭.৯৪ শতাংশ। ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ৫.৭৮ শতাংশ।

আরও পড়ুন- Sputnik V: স্পুটনিক-ভি তৈরির অনুমতি সেরাম ইনস্টিটিউটকে

এখনও পর্যন্ত ভারতে কোভিডে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ২ কোটি ৮৬ লক্ষ ৯৪ হাজার ৮৭৯ জন। সুস্থ হয়ে উছেঠেন মোট ২ কোটি ৬৭ লক্ষ ৯৫ হাজার ৫৪৯ জন। করোনায় প্রাণ গিয়েছে মোট ৩ লক্ষ ৪৪ হাজার ৮২ জনের।

দেশে এ পর্যন্ত টিকা পেয়েছেন ২২ কোটি ৭৮ লক্ষেরও বেশি মানুষ। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৭ কোটির বেশি।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus corona Corona India
Advertisment